বুধবার টানা সাড়ে আট ঘণ্টা ধরে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ মলয়ের বাসভবনে গিয়ে বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই৷ এ ছাড়া আসানসোল ও কলকাতায় মলয়ের আরও পাঁচটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই৷ বিকেলে সেই জিজ্ঞাসাবাদ সেরে বেরিয়ে আসেন মলয়৷ তিনি সংবাদমাধ্যমের সামনে অবশ্য কিছু বলতে চাননি, তিনি বলেন, এটি বিচারাধীন বিষয়, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না৷
advertisement
আরও পড়ুন: 'সিডিতেই আছে সব প্রমাণ', সিবিআই-এর অকাট্য যুক্তিতেই বিপদে অনুব্রত! ফের সেই জেলেই
আরও পড়ুন: বাগুইহাটির নৃশংস খুনের ঘটনায় সঞ্জীব-তীর্থঙ্করের স্মৃতি মনে করালেন কুণাল
সকাল থেকে মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশেই মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এরপরই সেখানে হানা দেয় সিবিআই। সেখানেই মন্ত্রীকে টানা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেছিলেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷ এমনকী, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷