ইতিমধ্যেই ওয়েস্টিন হোটেলে পৌঁছেছেন ফাল্গুনী পাত্র। বর্তমানে ফাল্গুনী বিজেপির রাজ্য কমিটির সদস্য। প্রাক্তন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি। আবিষ্কার ভট্টাচার্য হলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। দুজনেই রয়েছেন এই বৈঠকে।
আরও পড়ুন: রাত থেকে নিখোঁজ, সকালেই শিলাবতীতে মিলল যুবকের খোঁজ! কিন্তু এ কী অবস্থা...
বিজেপি নেতৃত্বের বক্তব্য, অর্জুন সিং নিজের প্রভাব খাটিয়ে জেলা কমিটিতে তাঁর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত করেছিলেন। অর্জুনের দলবদল এর পরেই এবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন কমিটি তৈরি করার পথে বিজেপি। আজই কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠকে বসছে। বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দের।
advertisement
আরও পড়ুন: ঘর গোছাচ্ছে বাম-বিজেপি, পিছিয়ে রইল না তৃণমূলও! জেলা ধরে দায়িত্ব ভাগ
ভাঙনের তুমুল আশঙ্কা বঙ্গ বিজেপির অন্দরে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরে ধারাবাহিক দলত্যাগের তালিকায় নতুন সংযোজন অর্জুন সিং। সেই ভাঙন আটকাতেই দিনভর রুদ্ধদ্বার বৈঠক হবে। যদিও এই বৈঠক প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের বক্তব্য, এটা রুটিন সাংগঠনিক বৈঠক। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলে ক্রমবর্ধমান ভাঙ্গন ঠেকাতেই তড়িঘড়ি বৈঠকে বসেছে বিজেপি শিবির।