TRENDING:

ICSE 10th Results 2022 Declared: ভবিষ্যতে ডাক্তার হতে চায় আইসিএসইতে রাজ্যে প্রথম অদিত্রি

Last Updated:

ICSE 10th Results 2022 Declared: পেশাগত ভাবে বাবা অমিতাভ গুপ্ত ইঞ্জিনিয়র, মা দেবলীনা গুপ্ত ডাক্তার৷ মায়ের মতো অদিত্রিও ডাক্তার হতে চায় ভবিষ্যতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডিপিএস নিউটাউনের ছাত্রী অদিত্রি গুপ্ত, রাজ্যে প্রথম এবং অল ইন্ডিয়া রাঙ্কিং এ দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে একজন। পেশাগত ভাবে বাবা অমিতাভ গুপ্ত ইঞ্জিনিয়র, মা দেবলীনা গুপ্ত ডাক্তার৷ মায়ের মতো অদিত্রিও ডাক্তার হতে চায় ভবিষ্যতে।
advertisement

প্রকাশিত হয়েছে এবছরের আইসিএসই দশম শ্রেণির ফল৷ শনিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বোর্ড। পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বরের সাহায্যে স্কোরকার্ড পরীক্ষা করতে এবং ডাউনলোড করতে পারবেন। এ বছর দেশে প্রথম হয়েছেন হরগুণ কৌর মাথারু৷ তিনি পুণের সেন্ট মেরির স্কুলের পড়ুয়া৷ অঙ্কিতা গুপ্ত, পুষ্কর ত্রিপাঠী, কনিষ্ক মিত্তলও রয়েছেন মেধাতালিকার শীর্ষে৷ এঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৯৷ দেশে পরীক্ষা দিয়ে দিয়েছিল মোট ২৩১০৬৩জন, যাদের মধ্যে ১০৫৩৮৫জন ছেলে এবং ১০৫৩৮৫জন মেয়ে৷ মোট পাশের হার ৯৯.৯৭%৷ ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ভাল৷ মেয়েদের পাশের হার ৯৯.৯৮%, ছেলেদের পাশের হার ৯৯.৯৭%৷

advertisement

আরও পড়ুন : রাজ্যে প্রথম আসানসোলের অভয় কুমার সিংহানিয়া, প্রাপ্ত নম্বর ৪৯৮

এবছর ICSE-তে রাজ্যের ৪১৫ টি স্কুলের মোট ৪০৭৩৬ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল৷ তাদের মধ্যে ৪০৭২৬ জন পাশ করেছে।পাশের হার ৯৯.৯৮%৷ ৫০০ এর মধ্যে ৪৯৮ পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোলের অভয় কুমার সিংহানিয়া । অভয় ছাড়াও এই তালিকায় রয়েছে আরও ৮জন৷ অর্থাৎ এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯৮৷আইসিএসই-র দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছিল, কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কপল সার্টিফিকেট এক্সামিনেশনের তত্ত্বাবধানে। ২০২২ সালের ২৫ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত চলেছিল পরীক্ষা। উল্লেখ্য, এই বছর বোর্ড দুটি ভাগে ভাগ করে এই পরীক্ষার আয়োজন করে।

advertisement

জেনে নেওয়া যাক কীভাবে আইসিএসই বোর্ডের দশম শ্রেণির ফলাফলের মার্কশিট ডাউনলোড করা যাবে?

-প্রথমে CISCE এর অফিশিয়াল ওয়েবসাইট- www.cisce.org এ যেতে হবে।তারপর, ICSE Class 10 Result 2022 এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে।

-দিতে হবে লগ ইন ডিটেলস। দিতে হতে পারে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা জন্ম তারিখ।

-যাবতীয় তথ্য দিয়ে 'সাবমিট' এ ক্লিক করলেই স্ক্রিনে দেখানো হবে ফলাফল (মার্কশিট)।

advertisement

-সেটিকে ডাউনলোড করে তার প্রিন্ট আউট নিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

অফলাইনে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ২০২২-র সিবিএসই-আইসিএসই-র বোর্ড পরীক্ষার্থীদের একাংশ। বোর্ড পরীক্ষার বিষয়ে মোট ১৫ রাজ্যের কয়েকশো পড়ুয়ার ওই আবেদনে বলা হয়েছিল, অফলাইন পরীক্ষার পরিবর্তে একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হোক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অফলাইনের পরিবর্তে বর্তমানে অনলাইনেই পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য তাঁরা। কিন্তু আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ICSE 10th Results 2022 Declared: ভবিষ্যতে ডাক্তার হতে চায় আইসিএসইতে রাজ্যে প্রথম অদিত্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল