TRENDING:

Adenovirus Death || Kolkata: অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু শহরে! এবার বলি ৯ মাসের শিশু! আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে কলকাতায়...

Last Updated:

Adenovirus Death || Kolkata: মৃত শিশুর পরিবারের  অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময় না হওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই একরত্তির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে ফের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু। শনিবার এক ৯ মাসের শিশুর মৃত্যু হয় বি সি রায় শিশু হাসপাতালে। শনিবার রাতে মৃত্যু হয় ওই শিশুকন্যার। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় অ্যাডিনোভাইরাসের। মৃত শিশুর পরিবারের  অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময় না হওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই একরত্তির।
অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যু
প্রতীকী ছবি
অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যু প্রতীকী ছবি
advertisement

হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে চলতি মাসের ২ তারিখ প্রথম জ্বর নিয়ে ভর্তি করা হয় কলকাতার ফুলবাগানের বি সি রায় হাসপাতালে। ১১ তারিখ ছেড়ে দেওয়া হলেও জ্বর কমছিল না একরত্তির। এরপর ফের বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই শিশুকে। কিন্তু অভিযোগ সেদিন শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখেও ছেড়ে দেয় হাসপাতাল। এরপরেও জ্বর না কমায় গত ১৯ তারিখ বি সি রায় শিশু হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় ৯ মাসের শিশুকন্যাকে।

advertisement

আরও পড়ুন: মধ্যবিত্ত পরিবার থেকে 'পর্দা'! নিয়োগ দুর্নীতিতে নাম! রাতের অন্ধকারে... অভিনেত্রী হৈমন্তীকে ঘিরে রহস্যের ঘনঘটা

পরিবারের অভিযোগ অভিজ্ঞ চিকিৎসকের বদলে পড়ুয়া চিকিৎসকরাই চিকিৎসা করছিলেন। ফলে রোগ নির্ণয়ে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়। পরিবারের তরফে মৃত শিশুর বাবা স্বপন রায় জানান "শনিবার সকালে আমার বাচ্চার শরীর আরও খারাপ হয়ে যায়, শিশুদের আই সি ইউ দরকার ছিল ডাক্তাররা বলছিলেন, কিন্তু হাসপাতালে সেই সময় আই সি ইউ বেড খালি ছিল না। তাই আমরা অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি ডাক্তারবাবুদের, কিন্তু ডাক্তারবাবুরা আমাদের কোনও কথাই শুনতে চাননি !"

advertisement

আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে

শিশুর মা লক্ষ্মী রায় বলেন " চিকিৎসা ঠিক করে করেননি ডাক্তারবাবুরা। তাইজন্যেই এই ঘটনা ঘটেছে।" শনিবার রাত ৯ টা ১৫ নাগাদ অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই শিশুর।রাজ্য জুড়ে দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে অ্যাডিনোভাইরাস। বিশিষ্ট চিকিৎসকেরা জানাচ্ছেন নবজাতক থেকে থেকে ৯ মাসের শিশুদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে।

advertisement

ওঙ্কার সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/
Adenovirus Death || Kolkata: অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু শহরে! এবার বলি ৯ মাসের শিশু! আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে কলকাতায়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল