TRENDING:

Adenoviurs || CM Mamata Banerjee: 'দয়া করে প্যানিক করবেন না...' অ্যাডিনোভাইরাস নিয়ে অভয় দিলেন মমতা! মুখ্যমন্ত্রী দিলেন 'এই' কাজটি করার পরামর্শ

Last Updated:

Adenovirus || CM Mamata Banerjee: অ্যাডিনোভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দল গঠন করা হয়েছে।তাঁরা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলি পরিদর্শন করবেন আগামী কয়েকদিন। এরইমধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সচেতন থাকার পাশাপাশি অযথা উতলা না হওয়ার পরামর্শ দিলেন রাজ্যবাসীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অ্যাডিনো ভাইরাস নিয়ে ইতিমধ্যেই সরকারি তরফে একাধিক তৎপরতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দল গঠন করা হয়েছে।তাঁরা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলি পরিদর্শন করবেন আগামী কয়েকদিন। এরইমধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সচেতন থাকার পাশাপাশি অযথা উতলা না হওয়ার পরামর্শ দিলেন রাজ্যবাসীকে।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এদিন রিপোর্টের পরিসংখ্যান দিয়ে মমতা বলেন, "এখন ডাউন হয়ে যাচ্ছে। তাও নিয়ম মানুন। সবাই আবার মাস্ক পরুন। এখনও পর্যন্ত রাজ্যে একই উপসর্গ নিয়ে ১৯ জন মারা গেছে৷ এদের মধ্যে ৬ জন অ্যাডিনোভাইরাসে মারা গেছে৷ দয়া করে প্যানিক করবেন না। যে সব বাচ্চারা মারা গেছে তাদের কো-মরবিডিটি ছিল। অনেক বাচ্চার দেখবেন হৃদযন্ত্রে ও ফুসফুসে সমস্যা থাকে৷ তবে মৃত্যু ছোট হোক বা বড়৷ সবটাই বেদনাদায়ক। বাচ্চাদের আমি খুব ভালোবাসি৷ সর্দি, কাশী, জ্বর হলে ডাক্তার দেখিয়ে নিন।"

advertisement

আরও পড়ুন: বাঁ দিকে ফিরে শোওয়ার অভ্যেস? ভুল করছেন না ঠিক? কী বলেন ডাক্তাররা? ভাল থাকতে সঠিক অভ্যাস জানুন...

একইসঙ্গে অ্যাডিনোভাইরাস নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "টিভিতে দেখানো হয়েছিল আমাদের এখানে সিসিইউ নেই৷ এত মিথ্যা কথা কেন? আমাদের সিসিইউ আছে৷ আমাদের বিশেষ শয্যাও আছে। সিপিএমের আমলে কি ছিল?"

advertisement

আরও পড়ুন: বড় খবর! আগামী চারদিন ঝড় জলের সতর্কতা এই রাজ্যগুলিতে, ভিজবে বাংলাও! আবহাওয়ার BIG আপডেট!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রাজ্যের তরফে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দল তৈরি করেছে স্বাস্থ্য দফতর বলেই সূত্রের খবর।মূলত মেডিকেল কলেজ-সহ কয়েকটি হাসপাতালের বিশেষজ্ঞ পেডিয়াট্রিক চিকিৎসকদের নিয়েই এই দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই তারা হাসপাতালে হাসপাতালে পরিদর্শন ও শুরু করেছে। বিশেষত রাজ্যের যেগুলি মূলত চাইল্ড হাব সেগুলি তারা পরিদর্শন করছে বলেই জানা গিয়েছে। প্রয়োজনে বিভিন্ন পরামর্শ তারা রাজ্য স্বাস্থ্য দফতরকে দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Adenoviurs || CM Mamata Banerjee: 'দয়া করে প্যানিক করবেন না...' অ্যাডিনোভাইরাস নিয়ে অভয় দিলেন মমতা! মুখ্যমন্ত্রী দিলেন 'এই' কাজটি করার পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল