এদিন রিপোর্টের পরিসংখ্যান দিয়ে মমতা বলেন, "এখন ডাউন হয়ে যাচ্ছে। তাও নিয়ম মানুন। সবাই আবার মাস্ক পরুন। এখনও পর্যন্ত রাজ্যে একই উপসর্গ নিয়ে ১৯ জন মারা গেছে৷ এদের মধ্যে ৬ জন অ্যাডিনোভাইরাসে মারা গেছে৷ দয়া করে প্যানিক করবেন না। যে সব বাচ্চারা মারা গেছে তাদের কো-মরবিডিটি ছিল। অনেক বাচ্চার দেখবেন হৃদযন্ত্রে ও ফুসফুসে সমস্যা থাকে৷ তবে মৃত্যু ছোট হোক বা বড়৷ সবটাই বেদনাদায়ক। বাচ্চাদের আমি খুব ভালোবাসি৷ সর্দি, কাশী, জ্বর হলে ডাক্তার দেখিয়ে নিন।"
advertisement
একইসঙ্গে অ্যাডিনোভাইরাস নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "টিভিতে দেখানো হয়েছিল আমাদের এখানে সিসিইউ নেই৷ এত মিথ্যা কথা কেন? আমাদের সিসিইউ আছে৷ আমাদের বিশেষ শয্যাও আছে। সিপিএমের আমলে কি ছিল?"
আরও পড়ুন: বড় খবর! আগামী চারদিন ঝড় জলের সতর্কতা এই রাজ্যগুলিতে, ভিজবে বাংলাও! আবহাওয়ার BIG আপডেট!
প্রসঙ্গত, অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় রাজ্যের তরফে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দল তৈরি করেছে স্বাস্থ্য দফতর বলেই সূত্রের খবর।মূলত মেডিকেল কলেজ-সহ কয়েকটি হাসপাতালের বিশেষজ্ঞ পেডিয়াট্রিক চিকিৎসকদের নিয়েই এই দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই তারা হাসপাতালে হাসপাতালে পরিদর্শন ও শুরু করেছে। বিশেষত রাজ্যের যেগুলি মূলত চাইল্ড হাব সেগুলি তারা পরিদর্শন করছে বলেই জানা গিয়েছে। প্রয়োজনে বিভিন্ন পরামর্শ তারা রাজ্য স্বাস্থ্য দফতরকে দেবে।