IMD Raifall Alert || Latest Weather Update: বড় খবর! আগামী চারদিন ঝড় জলের সতর্কতা এই রাজ্যগুলিতে, ভিজবে বাংলাও! আবহাওয়ার BIG আপডেট!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Raifall Alert || Latest Weather Update: কিছু রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আই এম ডি-র সর্বশেষ সতর্কতায়। যার কারণে মানুষ গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারে আগামী কয়েকদিন। ইতমধ্যেই চড়চড় করে চড়তে থাকা গরমে এই সতর্কতা নিঃসন্দেহে সুখবর।
advertisement
advertisement
advertisement
গত ২৪ ঘন্টায় পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, উত্তর প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যা গড় তাপমাত্রার চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি। গুজরাত, বিদর্ভ, মারাঠওয়াড়া, দক্ষিণ কোঙ্কন, গোয়া, উপকূলীয় কর্ণাটক এবং উত্তর কেরালায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬-৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যা গড়ের চেয়ে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement