প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হাওড়ার বাকসারা গেট পেরোনোর সময় ইস্পাত এক্সপ্রেসের দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারজয়ী বক্সারের সঙ্গে শারীরিক সম্পর্ক, মারাত্মক পরিণতি মহিলার! শোরগোল কলকাতায়
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস। কিন্তু সকাল ৯টা ৫ মিনিটেই বিপত্তি। হাওড়ার বাকসাড়া গেট এলাকায় ওই এক্সপ্রেসটি দ্বিতীয় কামরার কাপলিং খুলে যায়। তার জেরে ওই দু’টি কামরা নিয়ে ইঞ্জিন এগিয়ে চলে যায়। কিন্তু পড়ে থাকে ট্রেনটির বাকি অংশ। তবে ট্রেনের গতিবেগ কম থাকার কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু, এর ফলে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
advertisement
আরও পড়ুন: একদিনে ২৫ জনের মৃত্যু! দেশের এই শহরে মৃত্যুঘণ্টা বাজাচ্ছে ঠান্ডা! সঙ্গীন অবস্থা কলকাতারও
রেল সূত্রে খবর, কীভাবে ঘটল দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যে খোঁজখবর শুরু হয়েছে। কাপলিং যারা করে সেই অফিসার কর্মীদের গাফিলতির জেরে এই দুর্ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ভূমিকা নিয়ে তদন্ত করা হবে বলেও রেল সূত্রে খবর।