আরও পড়ুনঃ রাতে ভাত খেতেই হবে? না খেলেই মন আনচান? বড় ভুল করছেন না তো! জানুন সত্যিটা!
রেলের তরফে জানানো হয়েছে, এসি লোকাল ট্রেনের দরজা বন্ধ থাকবে। যখন স্টেশনে ট্রেন দাঁড়াবে, শুধু তখনই দরজা খুলবে। আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ করে দেওয়া হবে। আর এসি লোকাল ট্রেনের দরজা খোলা এবং বন্ধের পুরো বিষয়টি চালক এবং গার্ডের হাতে থাকবে। অর্থাৎ মেট্রোয় যেমন হয়, সেরকমই হবে এসি লোকাল ট্রেনে। মুম্বইয়ের পথে এবার হাঁটতে চলেছে কলকাতা। ২০১৭ সালে মুম্বইয়ে প্রথম চালানো হয় এসি লোকাল ট্রেন। এবার পূর্ব রেল এসি লোকাল চালাতে আগ্রহী। রেলের শিয়ালদহ ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে।
advertisement
শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে অনুমতি চেয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে রেল বোর্ডকে। আপাতত, কোনও দুটি রুটে দুটি এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। তবে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ হচ্ছে যে এসি লোকাল, তা শিয়ালদহ ডিভিশনের কোন কোন রুটে চলবে তা এখনও নিশ্চিত হয়নি। শিয়ালদহ ডিভিশন সূত্রে দাবি, এসি রেক চালানোর জন্য আলাদা পরিকাঠামো গড়তে হবে না। ২০২২ সালে রেল বোর্ডের কাছে চিঠি লিখে আপাতত একটি এসি লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ ‘ভূস্বর্গ ভয়ংকর’! কাশ্মীরের ঘোরার স্বপ্নই কাল হল! প্রাণ হারালেন পুরুলিয়ার মণীশ রঞ্জন মিশ্র!
তবে, কোন রুটে চালানো হবে ওই ট্রেন বা ভাড়া কত হবে, তা এখনও ঠিক হয়নি। রেল সূত্রে খবর, মুম্বইয়ে যখন প্রথম এসি লোকাল ট্রেন চালানো হয়, তখন ভাড়া ছিল ৫০ টাকা। ভাড়া বেশি থাকায় প্রথম দিকে খুব একটা সাড়া মেলেনি। পরে ভাড়া কমিয়ে ২৫ টাকা করা হলে যাত্রীদের ভালই সাড়া মেলে। এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের এক আধিকারিক বলেন, ‘‘পরিকাঠামো একেবারে তৈরি। আমরা আগেও রেল বোর্ডকে চিঠি দিয়েছি। তবে শিয়ালদহে কোন রুটে এসি লোকাল ট্রেন চালানো হবে, তা এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি ভাড়াও।’’ রেল সূত্রে খবর, প্রথমে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালিয়ে দেখা হবে, কেমন সাড়া মিলছে। তারপর বাড়তি এসি লোকাল ট্রেন চালানো হবে।
