তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরভোটে দুটি বড় সভা করতে চলেছেন অভিষেক। উত্তর কলকাতায় ১৫ ডিসেম্বর সভা করবেন তিনি, আর ১৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই দুই সভা থেকেই কলকাতা পুরভোটের প্রচার সাঙ্গ করবেন তিনি।
আরও পড়ুন: অভিষেকের সুচারু পরিকল্পনা, এবার পুরভোটে যে স্ট্র্যাটেজিতে 'খেলবে' তৃণমূল...
advertisement
এবার কলকাতা পুরভোটে একাধিক ওয়ার্ডে নতুন মুখ নিয়ে এসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর প্রচার, প্রার্থীদের জনসংযোগ নিয়েও একাধিক কৌশল গ্রহণ করেছে জোড়াফুল শিবির। সেই কারণে তাঁরা মানুষের কাছে কীভাবে পৌছবেন, কোন কোন ইস্যু মানুষের কাছে তুলে ধরবেন, ইতিমধ্যেই তার দিগনির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বুঝে নেওয়া যাবে 'মন', ২০২৪-এর লক্ষ্যে কলকাতা পুরভোটেই যে পথ নিচ্ছে তৃণমূল...
অন্যদিকে, কোভিড বিধি মেনে পুরভোটের প্রচার চালাতেও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট ছোট প্রচারসভা থেকে শুরু করে দুয়ারে দুয়ারে প্রচার করে যত বেশি সম্ভব মানুষের কাছে যাতে পৌঁছনো যায়, সে দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে তৃণমূল প্রার্থীদের। এ ছাড়াও কী ভাবে তাঁরা প্রচার করবেন, প্রচারের সময় কোন কোন বিষয়ের উপর নজর দেবেন, কী ভাবে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন, সমস্ত রণকৌশলই ঠিক করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।