শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্রে আলোচনায় উঠে আসে লিপস অ্যান্ড বাউন্ডস নামে এক সংস্থার নাম৷ সূত্রের খবর, এই সংস্থারই প্রাক্তন ডিরেক্টর ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷
ওই সংস্থায় রুজিরা কী কী দায়িত্ব পালন করতেন? এই কোম্পানিতে তাঁর ভূমিকা কী ছিল? লেনদেনের বিষযে কিছু জানতেন কি না, এই সংস্থা কী ধরনের পরিষেবা দেয়, এই সমস্ত বিষয় নিয়ে এদিন তাঁকে ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷
advertisement
একইভাবে এই কোম্পানি ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল৷ যদিও তাঁরা শারীরিক অসুস্থতার কারণে আসেননি৷ চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ১২০০ পাতার নথি এবং মা লতা বন্দ্যোপাধ্যায় ১০০০ পাতার নথি জমা করেছিলেন।
আরও পড়ুন: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন! পুজোর ছুটি বাতিল একাধিক আধিকারিকের, কড়া বার্তা
‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার লেনদেন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা। সে কারণেই ওই সংস্থার কর্তাদের সম্পত্তি সংক্রান্ত সব তথ্য চেয়েছিল হাইকোর্ট। এরপরই নোটিস যায় অভিষেকের পরিবারের সদস্যদের কাছে।