Dengue: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন! পুজোর ছুটি বাতিল একাধিক আধিকারিকের, কড়া বার্তা

Last Updated:

কেন ডেঙ্গি বাড়ছে? প্রশ্নের মুখে পড়েন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক। এছাড়া, হাসপাতালগুলিতে কেন এত নোংরা জমছে? কেন তা সঠিক সময়ে পরিষ্কার করা হচ্ছে না, তা নিয়েও বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন মুখ্য সচিব৷ নির্দেশ দেন, ‘‘হাসপাতালগুলির চত্বর পরিষ্কার রাখুন আপনারা।’’

কলকাতা: পুজোর আগে ডেঙ্গি মোকাবিলা করতে বাড়তি তৎপরতা নবান্নের। ডেঙ্গি মোকাবিলায় যুক্ত সকল আধিকারিকদের পুজোর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিল নবান্ন। জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের সঙ্গে আধিকারিকদের বৈঠকে মুখ্য সচিব এই নির্দেশ দেন বলে সূত্রের খবর।
এছাড়াও, জানা গিয়েছে আগামী শনিবার থেকেই এলাকা পরিষ্কার করতে বিশেষ অভিযানে নামছে নবান্ন। উত্তর ২৪ পরগনা ও কলকাতা নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছেই। এছাড়া, ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকার ধরে ধরে এদিন পর্যালোচনা করা হয় নবান্নের তরফে৷
আরও পড়ুন:এই ধরনের মানুষ দু’হাতে রোজগার করেন, কিন্তু ১ পয়সা জমাতে পারেন না! শুধু এইসব অভ্যাসের জন্য
কেন ডেঙ্গি বাড়ছে? প্রশ্নের মুখে পড়েন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক। এছাড়া, হাসপাতালগুলিতে কেন এত নোংরা জমছে? কেন তা সঠিক সময়ে পরিষ্কার করা হচ্ছে না, তা নিয়েও বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন মুখ্য সচিব৷ নির্দেশ দেন, ‘‘হাসপাতালগুলির চত্বর পরিষ্কার রাখুন আপনারা।’’
advertisement
advertisement
আরও পড়ুন:৭০-৮০ টাকায় দেদার খাচ্ছেন, জানেন কি বিরিয়ানিতে মেশানো হচ্ছে কাঠ পালিশের রঙ!
এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও জমা জল পরিষ্কার করা হচ্ছে না কেন? তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ পুজোর আগেই যাতে এলাকা পরিষ্কার হয়ে যায়, তা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়।
advertisement
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় বিকেল ৪টে থেকে দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন! পুজোর ছুটি বাতিল একাধিক আধিকারিকের, কড়া বার্তা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement