Chanakya Niti: এই ধরনের মানুষ দু’হাতে রোজগার করেন, কিন্তু ১ পয়সা জমাতে পারেন না! শুধু এইসব অভ্যাসের জন্য
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আজকাল তো টাকা সঞ্চয় করানোর জন্য অ্যাপ পাওয়া যায়৷ কী ভাবে কোন উপায়ে টাকা বাঁচানো যাবে, এই সমস্ত অ্যাপ সেই সমস্ত পথই বাতলে দিয়ে থাকে৷ বহু মানুষ বহু ব্লগ পড়ে, ভিডিও দেখেও টাকা সঞ্চয় করে উঠতে পারেন না৷
আমাদের মধ্যে অনেকেই এমন থাকেন, যাঁরা দু’হাতে রোজগার করেন৷ কিন্তু, কিছুতেই টাকা জমাতে পারেন না৷ শুধু তাই নয়, এঁদের মানিব্যাগে প্রায়শই টাকা থাকে না৷ এগুলির পিছনে কিন্তু থাকে নির্দিষ্ট কারণ৷ বিশেষ কিছু প্রকৃতির মানুষই এই ভাবে জলের মতো টাকা খরচ করে ফেলতে পারেন৷ নিয়ন্ত্রণ না করলে, তাঁদের দারিদ্র সারা জীবনেও ঘোচে না৷
advertisement
আজকাল তো টাকা সঞ্চয় করানোর জন্য অ্যাপ পাওয়া যায়৷ কী ভাবে কোন উপায়ে টাকা বাঁচানো যাবে, এই সমস্ত অ্যাপ সেই সমস্ত পথই বাতলে দিয়ে থাকে৷ বহু মানুষ বহু ব্লগ পড়ে, ভিডিও দেখেও টাকা সঞ্চয় করে উঠতে পারেন না৷ অথচ, জানেন, অর্থ সঞ্চয়ের বিষয়ে সেই কয়েকশো বছর আগেই চাণক্য আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে গিয়েছেন৷ চাণক্যের মতে, দ্রুত অর্থ ব্যয় করার পিছনে মানুষের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দায়ী৷ সেগুলিকে স্বজ্ঞানে নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু সুফল মেলে৷
advertisement
advertisement
এমন ব্যক্তি যে কোনও ব্যক্তি বা নারীর কথাবার্তায় বিশ্বাস করে ফেলে, সেগুলি খতিয়ে দেখে নিজের ভাল মন্দ বিশ্লেষণ করেন না৷ ফলে লোভের ফাঁদে পড়ে যান। এই লোভই তাঁদের কাল হয়। যেমন ধরুন, শপিং মলে গিয়েছেন, কিন্তু, সেলস গার্লের মিষ্টি মধুর কথায় মজে গিয়ে এমন এক জিনিস ঘরে কিনে আনলেন, যা হয়ত আপনার কোনও দিনও প্রয়োজন পড়বে না৷ জানবেন, এ-ও এক ধরনের প্রতারণা৷ নিজেকে যে কোনও ধরনের প্রতারণার হাত থেকে বাঁচান৷
advertisement
advertisement
advertisement
চাণক্যের মতে, বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখেন এবং কারও দ্বারা বিভ্রান্ত হন না। এছাড়া, যে সমস্ত ব্যক্তির নিজেদের অর্থবল সর্বসমক্ষে ফলাও করে দেখানোর আকাঙ্ক্ষা রয়েছে, তাঁরাও কিন্তু মানুষকে দেখাতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচ করে ফেলেন৷ এমনকি, এঁদের ঋণগ্রস্ত হয়ে পড়ারও প্রবণতা থাকে৷