যদিও সোমবার বিমানবন্দরে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নবজোয়ার যাত্রার কর্মসূচি থেকেই অভিষেক এ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে৷ বলেন, ‘‘আমার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আমি উচ্চ আদালতে যাচ্ছি৷’’
advertisement
জানা যায়, সোমবার সকালে দুই-সন্তানকে সঙ্গে নিয়ে দুবাই যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, বিমানবন্দরেই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিমানবন্দরে থাকা অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে বাধা দেন বলে জানা গিয়েছে। এমনকি, প্রাথমিকভাবে তাঁকে এয়ারপোর্ট থেকে বেরোতেও বাধা দেওয়া হয়।
আরও পড়ুন: রুজিরা প্রসঙ্গে চড়া সুর মমতার…! অভিষেক-পত্নীকে ইডির তলব নিয়ে ‘বিস্ফোরক’ মুখ্যমন্ত্রী
এখানেই শেষ হয়নি সেদিনের ঘটনাক্রম৷ এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিস পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করে ইডি। কয়লা পাচার মামলাতে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানান অভিষেক৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘‘আমার স্ত্রী, সন্তান, আমাকে গ্রেফতার করুক। আমি মাথা নত করব না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকলে গ্রেফতার করুন। আমি দিল্লির গদ্দারদের কাছে মাথা নিচু করব না।’’ অভিষেকের দাবি, তাঁর নবজোয়ার যাত্রা ভেস্তে দিতেই না না ভাবে নানা মামলায় সমন পাঠানো হচ্ছে৷ প্রশ্ন তোলেন, ‘‘গত ১২ মাসে সমন এল না। আর যেই যাত্রা শুরু হল, ওমনি সমন। আসলে রাতের ঘুম উড়ে গেছে। এটা আসলে নন্দীগ্রামে ২০ কিমি পদযাত্রা করেছি। এটা তার পুরস্কার।’’ অভিষেক এও জানান, নির্ধারিত দিনে ইডির কাছে হাজিরা দেবেন রুজিরা৷ ফলে আজ সব নজর থাকছে সিজিও কমপ্লেক্সের দিকে।