Abhishek Banerjee | Rujira Banerjee: স্ত্রীয়ের সঙ্গে যা হয়েছে...এবার বিরাট পদক্ষেপ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন তীব্র হুঁশিয়ারি

Last Updated:

এদিন সকালে দুই-সন্তানকে সঙ্গে নিয়ে দুবাই যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, বিমানবন্দরেই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিমানবন্দরে থাকা অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে বাধা দেন বলে জানা গিয়েছে। এমনকি, প্রাথমিকভাবে তাঁকে এয়ারপোর্ট থেকে বেরোতেও বাধা দেওয়া হয়।

কলকাতা: বিদেশযাত্রার পথে বাধা৷ শুধু তাই নয়, বেশ খানিকক্ষণ নাকি বিমানবন্দরের বাইরেও বেরতে দেওয়া হয়নি তাঁকে৷ সোমবার বিমানবন্দরে  স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা নিয়ে এবার উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সিঙ্গুরে নবজোয়ার যাত্রার কর্মসূচি সেরে অভিষেক এ নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে৷ বলেন, ‘‘আমার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আমি উচ্চ আদালতে যাচ্ছি৷’’
এদিন সকালে দুই-সন্তানকে সঙ্গে নিয়ে দুবাই যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, বিমানবন্দরেই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিমানবন্দরে থাকা অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে বাধা দেন বলে জানা গিয়েছে। এমনকি, প্রাথমিকভাবে তাঁকে এয়ারপোর্ট থেকে বেরোতেও বাধা দেওয়া হয়।
আরও পড়ুন: ‘স্ত্রী-সন্তানকে গ্রেফতার করলেও মাথা নত করব না’, রুজিরা কাণ্ডে সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের
এখানেই শেষ হয়নি এদিনের ঘটনাক্রম৷ এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিস পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ৮ জুন, বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলাতে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এদিন গোটা বিষয়টি নিয়েই তীব্র প্রতিক্রিয়া জানান অভিষেক৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘‘আমার স্ত্রী, সন্তান, আমাকে গ্রেফতার করুক। আমি মাথা নত করব না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকলে গ্রেফতার করুন। আমি দিল্লির গদ্দারদের কাছে মাথা নিচু করব না।’’
advertisement
আরও পড়ুন: বিমানবন্দরে বাধা থেকে ED-র তলব, অভিষেক জায়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর..কী বললেন?
অভিষেকের দাবি, তাঁর নবজোয়ার যাত্রা ভেস্তে দিতেই না না ভাবে নানা মামলায় সমন পাঠানো হচ্ছে৷ প্রশ্ন তোলেন, ‘‘গত ১২ মাসে সমন এল না। আর যেই যাত্রা শুরু হল, ওমনি সমন। আসলে রাতের ঘুম উড়ে গেছে। এটা আসলে নন্দীগ্রামে ২০ কিমি পদযাত্রা করেছি। এটা তার পুরষ্কার।’’ অভিষেক জানান, নির্ধারিত দিনে ইডির কাছে হাজিরা দেবেন রুজিরা৷
advertisement
এদিন রুজিরা প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপের তীব্র নিন্দা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, “অমানবিক জিনিস চলছে৷ রুজিরাকে আটকানো অমানবিক। মৃত্যু মিছিলের মধ্যে দানবীয় কাজ।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee | Rujira Banerjee: স্ত্রীয়ের সঙ্গে যা হয়েছে...এবার বিরাট পদক্ষেপ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন তীব্র হুঁশিয়ারি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement