TRENDING:

Abhishek Banerjee: ৫ মাসে ৬ বার তলব! জমা দিলেন ছ’হাজার পাতার নথি, ১ ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক

Last Updated:

কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১০ অক্টোবর ইডির কাছে তাদের চাওয়া সমস্ত নথি জমা দিয়েছিলেন অভিষেক। সেখানে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব দিয়েছিলেন তিনি৷ দেওয়া হয়েছিল তাঁর বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জন্মদিনের দিন পেয়েছিলেন ইডি-র নোটিস। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর৷ যদিও হাজিরার ১ ঘণ্টার মধ্যেই সিজিও থেকে বেরিয়েও আসেন তিনি৷ জানান, তাঁকে কিছু নথি নিয়ে সশরীরে আসতে বলা হয়েছিল, তাই তিনি এসেছেন, আবার যেদিন তাঁকে ডাকা হবে, তিনি আসবেন৷ এদিন ইডির কাছে ৬ হাজার পাতার নথি জমা দেন তিনি৷
advertisement

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বের হন অভিষেক৷ তাঁর পরনে ছিল সাদা রঙের শার্ট৷ বাড়ি থেকে বেরনোর সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাঁকে৷ কালো গাড়িতে ইডি দফতরে পৌঁছন ১১টা বেজে ৫ মিনিট নাগাদ৷

ইডি-সিবিআই মিলিয়ে গত ৫ মাসে ৬ বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তারপরে ১৩ জুনও ইডির তলব৷ সেবার পঞ্চায়েতের প্রচার এবং রাজনৈতিক কর্মসূচি থাকায় হাজিরা দেননি অভিষেক। তারপরে ২০ মে সিবিআইয়ের সামনে হাজিরা৷ ১৩ সেপ্টেম্বর ইডির দফতরে হাজিরা৷ ৩ অক্টোবর ফের তলব করে ইডি৷ যদিও রাজনৈতিক কর্মসূচি থাকায় সেবার হাজিরা দেননি অভিষেক৷ এরপরে ফের গত ১০ অক্টোবর তাঁকে তলব করা হয়েছিল৷ তার পরে এই ৯ নভেম্বর হাজিরা৷

advertisement

আরও পড়ুন: এক বছরে সম্পত্তি বেড়ে ১০ কোটি? ‘সারদা’ টেনে শিশিরের বিরুদ্ধে চিঠি ইডি-সিবিআইকে

কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১০ অক্টোবর ইডির কাছে তাদের চাওয়া সমস্ত নথি জমা দিয়েছিলেন অভিষেক। সেখানে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব দিয়েছিলেন তিনি৷ দেওয়া হয়েছিল তাঁর বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য।

আরও পড়ুন:কালো টাকা সাদা করতে মুড়ি-মুড়কির মতো খোলা হয়েছিল শেল কোম্পানি! ইডি-র নজরে আরও চার

advertisement



সূত্রের খবর, তৃণমূল সাংসদের জমা দেওয়া সেই সব নথির বিষয়েই আরও বিশদে জানতে চাইবেন তদন্তকারীরা। নথি সংক্রান্ত প্রশ্নের বেশ কিছু না-পাওয়া উত্তর পেতেই অভিষেককে জেরা করা হবে বৃহস্পতিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্নে সরব হয়েছে তৃণমূল৷ । বিজেপি শিবির অস্বীকার করছে সবটা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ৫ মাসে ৬ বার তলব! জমা দিলেন ছ’হাজার পাতার নথি, ১ ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল