বুধবার দুপুর ২টো বেজে ৫৫ মিনিটে ‘X’ (আগে ট্যুইটার)-এ করা ওই পোস্টে অভিষেক দাবি করেছেন, ভারতবাসীর আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারতের’ ছদ্ম দ্বন্দ্ব তৈরি করতে চাইছে বিজেপি৷
পোস্টে অভিষেক লেখেন, ‘মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই বিজেপি ইন্ডিয়া বনাম ভারত বিষয়টি তৈরি করেছে৷ সোজা কথায় আসা যাক, জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, মূদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক সমস্যা, বেতারত্ব, প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত ইস্যু এবং এই ডাবল ইঞ্জিন সরকারের ঢক্কানিনাদের জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী৷’
advertisement
সম্প্রতি G-20 অধিবেশনের নৈশভোজের আমন্ত্রণ পত্র ঘিরে তুমুল বিতর্ক। কংগ্রেসের দাবি, ওই আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ জায়গায়, ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে। প্রসঙ্গত, গত বছরই গুজরাতের এমপি বিজেপি নেতা মিতেশ প্যাটেল লোকসভাতেও ইন্ডিয়ার নাম বদলে ‘‘ভারত’’ বা ‘‘ভারতবর্ষ’’ করার প্রস্তাব তুলেছিলেন৷ বিজেপি নেতার দাবি, “ইন্ডিয়া নামটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া৷ এটি আমাদের দেশের সেই দাসত্বের সময়কালকে মনে করায়৷”
তবে G-20 অধিবেশনের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার’ জায়গায় ভারত লেখা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা৷ ‘ইউনিয়ন অফ স্টেটস্’ অফ সাংবিধানিক যুক্তরাজ্যকে আঘাত করা হয়েছে৷