TRENDING:

Abhishek Banerjee: ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! মূদ্রাস্ফীতি থেকে বর্ডার ইস্যু নিয়ে কেন্দ্রের তুমুল সমালোচনা

Last Updated:

তবে G-20 অধিবেশনের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার’ জায়গায় ভারত লেখা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা৷ ‘ইউনিয়ন অফ স্টেটস্’ অফ সাংবিধানিক যুক্তরাজ্যকে আঘাত করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ জায়গায় লেখা ‘প্রেসিডেন্ট অফ ভারত’৷ G-20 অধিবেশনের নৈশভোজের আমন্ত্রণ পত্র সামনে আসার পর থেকে সারা দেশজুড়ে কেবল একটাই আলোচনা, তাহলে কি, দেশের নাম ‘ইন্ডিয়া’ বাদ দিয়ে সম্পূর্ণরূপে ‘ভারত’ করা হচ্ছে? সেই কারণেই কি তড়িঘড়ি ডাকা হয়েছে বিশেষ অধিবেশন? বিষয়টি সামনে এনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছিল কংগ্রেসকে। এবার এ নিয়ে বিজেপি-র বিরুদ্ধে কড়া সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

বুধবার দুপুর ২টো বেজে ৫৫ মিনিটে ‘X’ (আগে ট্যুইটার)-এ করা ওই পোস্টে অভিষেক দাবি করেছেন, ভারতবাসীর আসল সমস্যা থেকে নজর ঘোরাতেই ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারতের’ ছদ্ম দ্বন্দ্ব তৈরি করতে চাইছে বিজেপি৷

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘সেই’ মেইন হস্টেল ঘুরে দেখল ইসরোর প্রতিনিধি দল, তোলা হল ছবি, নেওয়া হল নোট

পোস্টে অভিষেক লেখেন, ‘মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই বিজেপি ইন্ডিয়া বনাম ভারত বিষয়টি তৈরি করেছে৷ সোজা কথায় আসা যাক, জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, মূদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক সমস্যা, বেতারত্ব, প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত ইস্যু এবং এই ডাবল ইঞ্জিন সরকারের ঢক্কানিনাদের জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী৷’

advertisement

advertisement

সম্প্রতি G-20 অধিবেশনের নৈশভোজের আমন্ত্রণ পত্র ঘিরে তুমুল বিতর্ক। কংগ্রেসের দাবি, ওই আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ জায়গায়, ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে। প্রসঙ্গত, গত বছরই গুজরাতের এমপি বিজেপি নেতা মিতেশ প্যাটেল লোকসভাতেও ইন্ডিয়ার নাম বদলে ‘‘ভারত’’ বা ‘‘ভারতবর্ষ’’ করার প্রস্তাব তুলেছিলেন৷ বিজেপি নেতার দাবি, “ইন্ডিয়া নামটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া৷ এটি আমাদের দেশের সেই দাসত্বের সময়কালকে মনে করায়৷”

advertisement

আরও পড়ুন: লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তির দিন শেষ! ঘরে বসে বসেই ফোনে চলে আসবে জেনারেল টিকিট, কী ভাবে? না জানলে আপনারই ক্ষতি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে G-20 অধিবেশনের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণ পত্রে ইন্ডিয়ার’ জায়গায় ভারত লেখা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা৷ ‘ইউনিয়ন অফ স্টেটস্’ অফ সাংবিধানিক যুক্তরাজ্যকে আঘাত করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! মূদ্রাস্ফীতি থেকে বর্ডার ইস্যু নিয়ে কেন্দ্রের তুমুল সমালোচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল