এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে তিনি যে দেখা করবেন এবং তাঁদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবেন, গতকাল সন্ধ্যাতেই তা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তৃণমূল সূত্রে খবর, নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিকেল সাড়ে তিনটে নাগাদ সেই সাক্ষাৎ হওয়ার কথা। শহিদুল্লাহ নামে আন্দোলনকারী দলের এক প্রতিনিধির সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানিয়েছেন , ‘‘আমাদের দীর্ঘদিনের দাবি কী তা নিশ্চয়ই উনি শুনেছেন। আমরা চাই যোগ্য প্রার্থীরা যাতে সকলেই চাকরি পান। আমরা আশাবাদী ওঁর সঙ্গে মুখোমুখি সাক্ষাতে সেই সমস্যার সমাধান হবে।’’
advertisement
তৃণমূল নেতৃত্বের সঙ্গেও নিজেদের অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে এর আগেই বার বার কথা বলার চেষ্টা করেছেন তাঁরা, এমনটাই দাবি চাকরিপ্রার্থীদের। কিন্তু একইসঙ্গে তাঁদের অভিযোগ, তাঁদের আন্দোলন নিয়ে খুব একটা সহমর্মিতার বার্তা আগে দেয়নি তৃণমূল নেতৃত্ব। এরই মধ্যে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশিতে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে। পার্থ চট্টোপাধ্যায়কে দল ও প্রশাসনের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি আশার আলো দেখাচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও আন্দোলনকারীদের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: জেলা থেকে আসত টাকা! কেন? উৎস কোথায়? জেরায় চাঞ্চল্যকর তথ্য জানালেন অর্পিতা!
আন্দোলনের ৫০০ দিন অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে শাসকদল বেজায় অস্বস্তিতে। যোগ্যতা সত্ত্বেও চাকরি না পাওয়ার প্রতিবাদে লাগাতার অনশন চলছে এসএসসি আন্দোলনকারীদের। পার্থর গ্রেফতারি তাঁদের লড়াইয়ের শক্তি বাড়িয়েছে এ বিষয়ে সন্দেহ নেই। এই অবস্থায় অভিষেকের ফোন৷ শুক্রবার শেষ পর্যন্ত কী কথা হয়, সেটাই দেখার৷