TRENDING:

Abhishek Banerjee Suvendu Adhikari: ২০২১-এর '২১-২২' সেপ্টেম্বর..., 'দিন-ক্ষণ' দিয়ে শুভেন্দুকে বড় চ্যালেঞ্জ তৃণমূলের, বিশ্বকর্মা পুজোর আগে 'লাটাইয়ের সুতো' ছাড়ার বার্তা!

Last Updated:

Abhishek Banerjee Suvendu Adhikari: একই সঙ্গে তৃণমূলের দাবি, অডিও ক্লিপ ইস্যুতে এখনও কেন মানহানির মামলা নয়? শুভেন্দু অধিকারী মানহানির মামলা করুক। আদালতে গিয়ে অডিও ক্লিপ জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথনের অডিও টেপ নিয়ে একচুলও না পিছিয়ে আরও জোরালো অভিযোগ নিয়ে এবার সোচ্চার তৃণমূল। গত সপ্তাহেই অভিষেক বন্দোপাধ্যায় স্পষ্ট ভাবে বলেছিলেন, "কয়লা বা গরু পাচার মানে বিএসএফের দায়িত্ব। এটা রাজ্য পুলিশের ব্যাপার নয়। বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথনের অডিও ক্লিপ আদালতে দিতে প্রস্তুত তৃণমূল শিবির।" এই নিয়ে মানহানির মামলা করার ইঙ্গিত দিলেও তেমন কোনও পদক্ষেপ এখনও নেননি তিনি। এই প্রসঙ্গ তুলে এবার আরও স্পষ্ট ও জোরালো দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের।
শুভেন্দুকে বেনজির চ্যালেঞ্জ তৃণমূলের
শুভেন্দুকে বেনজির চ্যালেঞ্জ তৃণমূলের
advertisement

এদিন কুণাল ঘোষ বলেন, "গত বছর অর্থাৎ ২০২১ এর ২১ ও ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ছ'টা থেকে সাতটার মধ্যে শুভেন্দুর সঙ্গে বিকাশ মিশ্রের নিজামে মুখোমুখি বৈঠক হয়। সত্যি কিনা জবাব দিন শুভেন্দু অধিকারী। ওই সময়ের টাওয়ার লোকেশন পরীক্ষা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।"

আরও পড়ুন : ইডি-র কাছে সময় চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি!

advertisement

একই সঙ্গে তৃণমূলের দাবি, অডিও ক্লিপ ইস্যুতে এখনও কেন মানহানির মামলা নয়? শুভেন্দু অধিকারী মানহানির মামলা করুক। আদালতে গিয়ে অডিও ক্লিপ জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করবেন ফরেন্সিক তদন্তের। এভাবেই এদিন রীতিমতো দিন-ক্ষণ দিয়ে শুভেন্দুকে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল শিবির।

কুণাল ঘোষ এদিন বলেন, "এখন দেখছি শুভেন্দু অধিকারী কোথাও বলছেন না, আমি কথা বলিনি বা আদালতে মানহানির মামলাও করেননি এখনও পর্যন্ত৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার করে বলেছেন, বিনয়-শুভেন্দু কথা হয়েছে৷ বেলা গড়িয়ে গেল, মানহানির মামলা কোথায় গেল? একে চিঠি, ওকে চিঠি দেন তো বারবার। নারদা তো না হয় ভোটের জন্য হয়েছিল। এবার কী হল।"

advertisement

আরও পড়ুন : কর্মবিরতি ঘিরে তোলপাড় হাইকোর্ট! মঙ্গলেও আইনজীবীদের শোরগোল চরমে, উত্তপ্ত আদালত চত্বর

গতকালই এই প্রসঙ্গ তুলে তাঁর প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, তাঁর সঙ্গে নয়, বরং অভিষেকের সঙ্গেই বিকাশ মিশ্রের কথা হয়।" এই প্রসঙ্গ তুলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "গত ১০ বছরে ১ সেকেন্ড কথা হয়েছে কিনা সেই অডিও টেপ দিন। সেই রিপোর্ট এজেন্সিকে দিন শুভেন্দু৷ আমাদের প্রশ্ন, বিনয়ের আত্মীয় কোথায় আছে? জেলে না বাইরে? আমাদের কেন্দ্রীয় এজেন্সির কাছে দাবি, টাওয়ার লোকেশন দেখা হোক। শুভেন্দু চোরের ওপর বাটপারি করেছেন। যিনি কথায় কথায় মানহানির মামলা করেন এখনও তিনি মানহানির মামলা করলেন না কেন? যতক্ষণ না চিঠি দিচ্ছেন ধরে নিতে হবে অডিও টেপ সত্যি। কেন্দ্রীয় এজেন্সিকে টাওয়ার লোকেশন দিতে হবে। বিনয়ের সাথে শুভেন্দুর কি কি নিয়ে কথা হয়েছে সেটা সামনে আনুন৷ আমরা চাইছি মামলা করুন শুভেন্দু।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Suvendu Adhikari: ২০২১-এর '২১-২২' সেপ্টেম্বর..., 'দিন-ক্ষণ' দিয়ে শুভেন্দুকে বড় চ্যালেঞ্জ তৃণমূলের, বিশ্বকর্মা পুজোর আগে 'লাটাইয়ের সুতো' ছাড়ার বার্তা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল