ফুটেজ চাওয়া হয়েছে ইডির পূর্বাঞ্চলীয় কলকাতা দফতরের কাছে। কুন্তল ঘোষের চিঠি মামলায় বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। ডাকা হয় ১৩ জুন অর্থাৎ আগামী মঙ্গলবার। এই নোটিসের পরই অভিষেক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, পঞ্চায়েত ভোট শেষ না হলে তিনি হাজিরা দেবেন না। আইনজীবী মারফত তা জানিয়ে দেবেন ইডিকে।
advertisement
আরও পড়ুন: পালালেন তৃণমূল নেতারা, রক্তাক্ত একাধিক! অভিষেকের সভায় মারাত্মক ঘটনা, শোরগোল
জনসংযোগ কর্মসূচি নিয়ে ব্যস্ত, ফলে মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, এমনই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘনিষ্ঠ মহলে জানান, তাঁর জনসংযোগ কর্মসূচি বারবার আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেই জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারে বারে হেনস্থা করা হচ্ছে৷
আরও পড়ুন: রাতের খড়গপুরে লাইনচ্যুত লোকাল ট্রেন, চিৎকার-কান্না, শয়ে শয়ে যাত্রী ছুটলেন স্টেশনের দিকে
অভিষেকের অভিযোগ, এর আগেও তাঁকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল মাত্র এক দিনের নোটিসে। সেদিন জনসংযোগ যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে ফিরেছিলেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ফের বাঁকুড়া ফিরে যান। সেখান থেকে ফের জনসংযোগ যাত্রা শুরু করেন। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে আটকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ওইদিনই রুজিরাকে নোটিস পাঠিয়ে ডেকে পাঠায় ইডি। সেই মতোই বৃহস্পতিবার হাজিরা দেন রুজিরা। ওইদিনই অভিষেককে সমন পাঠায় ইডি। নোটিসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তবে ঘনিষ্ট মহলে অভিষেক জানিয়েছেন, মঙ্গলবার সম্ভবত তিনি হাজিরা দেবেন না ইডি দফতরে। আর অভিষেকের এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে ইডি।