অভিষেক বললেন, ‘ডায়মন্ড হারবার থেকে লড়বেন, আমি জানি না কে লড়াই করবেন….নাম বললে তো দেখাতে হবে।’ এরই মধ্যে ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম বলতে পোডিয়ামের কাছে অভিষেকের পাশে এসে দাঁড়ালেন ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। মাইকের কাছে গিয়ে নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দিলেন অরূপ বিশ্বাস। বললেন, ‘ডায়মন্ড হারবারের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক ব্যানার্জি।’
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রার্থী তালিকায় বিরাট চমক মমতার! বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলল প্রার্থীদের নাম
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ইচ্ছে করেই থমকে যান নিজের নাম বলতে গিয়ে। সেই সময় বাকি প্রার্থীদের নিয়ে মঞ্চের র্যাম্পে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খানিক রসিকতা করেই এমন আচমকা থেমে যাওয়া অভিষেকের, মুহূর্তে হাসি ফোটায় মঞ্চে উপস্থিত সকলের মুখে। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়়ুন: ‘চোরেদের হাত থেকে উত্তরীয় পরছেন’, নাম না করেই অভিজিৎকে নিশানা অভিষেকের
এদিন ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন’ সভায় লোকসভা ভোটের টার্গেট বাঁধতে বিরোধী বিজেপিকে আক্রমণের কোনও খামতি রাখল না তৃণমূল। রাজ্যের শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকের ভিড়ের সামনে দাঁড়িয়ে নাম না করেই কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও।
আবীর ঘোষাল