TRENDING:

মধ্যরাতের 'নাটক' শেষে ইডি-র অফিসে মেনকা, অভিষেক-শ্যালিকাকে নিয়ে শুরুতেই চমক

Last Updated:

Coal Scam Case: গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: ইডি অফিসে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। রবিবার মধ্যরাতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একপ্রস্থ নাটক হয় মেনকাকে নিয়ে। ইডির নোটিস মোতাবেক রবিবার মধ্যরাতে ইডি অফিসে পৌঁছে যান মেনকা। সেই সময় ইডি-র তরফেই 'ভুল' হয়েছিল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে নতুন নোটিস পাঠায় ইডি৷ সেই মোতাবেক বেলা সাড়ে বারোটার একটু পরেই ইডি অফিসে হাজিরা দিতে পৌঁছে যান মেনকা।
ইডি অফিসে মহানাটক
ইডি অফিসে মহানাটক
advertisement

গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকাকে। ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হয়৷

আরও পড়ুন: নতুন তৃণমূলে কি পুরনোরা ব্রাত্য? মালবাজারের সভায় বড় বার্তা অভিষেকের

advertisement

কিন্তু সেই নোটিসে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়৷ সময়ের জায়গায় PM-এর জায়গায় লেখা ছিল AM৷ সেই নোটিস অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷

আরও পড়ুন: সমস্যা জমিজট, উত্তরের সেচ সমস্যা মেটাতে উদ্যোগী অভিষেক

advertisement

কিন্তু অত রাতে স্বাভাবিকভাবেই নিরাপত্তারক্ষীরা ছাড়া ইডি দফতরে কেউ ছিলেন না৷ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইডি দফতর থেকে ফিরে আসেন মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবী৷ বিষয়টি তাঁরা হাইকোর্টকেও জানাবেন বলে জানান মেনকার আইনজীবী৷ এই ঘটনা সামনে আসতেই তৎপর হন ইডি কর্তারা৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইডি সূত্রে জানা গিয়েছে, ভুলবশতই নোটিসে দুপুর সাড়ে বারোটার বদলে রাত সাড়ে বারোটার কথা লেখা হয়েছিল৷ সেই ত্রুটি শুধরে নিয়ে আজ দুপুরেই হাজিরা দেওয়ার জন্য মেনকা গম্ভীরকে ফের নতুন নোটিস পাঠায় ইডি৷ সেই নোটিস অনুযায়ী, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ইডি অফিসে পৌঁছে যান মেনকা। সঙ্গে ছিলেন তাঁর দুই আইনজীবী। কিন্তু দুই আইনজীবীকেই বাইরে বেরিয়ে যেতে বলা হয় ইডির তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মধ্যরাতের 'নাটক' শেষে ইডি-র অফিসে মেনকা, অভিষেক-শ্যালিকাকে নিয়ে শুরুতেই চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল