গত শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্কক যাওয়ার সময় মেনকাকে আটকায় অভিবাসন দফতর৷ তাঁকে জানানো হয়, তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছে ইডি৷ বিমানবন্দরে কয়েক ঘণ্টা বসিয়ে রাখার পর মেনকাকে। ইডি-র তরফে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হয়৷
আরও পড়ুন: নতুন তৃণমূলে কি পুরনোরা ব্রাত্য? মালবাজারের সভায় বড় বার্তা অভিষেকের
advertisement
কিন্তু সেই নোটিসে মেনকা গম্ভীরকে ১২ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়৷ সময়ের জায়গায় PM-এর জায়গায় লেখা ছিল AM৷ সেই নোটিস অনুযায়ী রবিবার রাত বারোটার কিছু পরেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে পৌঁছন মেনকা গম্ভীর৷ সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী৷
আরও পড়ুন: সমস্যা জমিজট, উত্তরের সেচ সমস্যা মেটাতে উদ্যোগী অভিষেক
কিন্তু অত রাতে স্বাভাবিকভাবেই নিরাপত্তারক্ষীরা ছাড়া ইডি দফতরে কেউ ছিলেন না৷ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইডি দফতর থেকে ফিরে আসেন মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবী৷ বিষয়টি তাঁরা হাইকোর্টকেও জানাবেন বলে জানান মেনকার আইনজীবী৷ এই ঘটনা সামনে আসতেই তৎপর হন ইডি কর্তারা৷
ইডি সূত্রে জানা গিয়েছে, ভুলবশতই নোটিসে দুপুর সাড়ে বারোটার বদলে রাত সাড়ে বারোটার কথা লেখা হয়েছিল৷ সেই ত্রুটি শুধরে নিয়ে আজ দুপুরেই হাজিরা দেওয়ার জন্য মেনকা গম্ভীরকে ফের নতুন নোটিস পাঠায় ইডি৷ সেই নোটিস অনুযায়ী, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ইডি অফিসে পৌঁছে যান মেনকা। সঙ্গে ছিলেন তাঁর দুই আইনজীবী। কিন্তু দুই আইনজীবীকেই বাইরে বেরিয়ে যেতে বলা হয় ইডির তরফে।