রামপুরহাট: এবারের বিধানসভা নির্বাচনে কটি আসনের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস? দলের জন্য লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সভা থেকে অভিষেক জানান, তিনি মা তারার কাছে গিয়ে প্রার্থনা করবেন যেন তৃণমূল ২৫০টি আসন পায়।
advertisement
অভিষেক এদিন বলেন, “আমি এখান থেকে আজ মা তারা মন্দিরে যাব। কাল কেষ্টদা বলেছে মন্দিরে, মা যেন ২৩০ আসন দেয়। আমি গিয়ে আজ ২০টা বাড়িয়ে বলব, ২৫০ আসন করে দাও মা“। সেই সঙ্গে এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য যে আগের ফলকেও টপকে যাওয়া তা-ও অভিষেকের কথাতেই স্পষ্ট।
দৃঢ়ভাবে তৃণমূল নেতা বলেন, “এক ছটাক জমি ছাড়ব না। যে বুথে ৫০ লিড ছিল সেখানে ৫১, সেখানে ১০০ ছিল সেখানে ১১০, যেখানে ৩০০ ছিল সেখানে ৪০০ করতে হবে বুথ পিছু“।
আরও পড়ুন: চলতি বছরেই শেষ হচ্ছে গঙ্গা চুক্তি! শুকিয়ে যাওয়া পদ্মায় জল আনতে বিরাট দাবি বাংলাদেশের
পাশাপাশি এদিন বিজেপিকে গত নির্বাচনের ফল প্রসঙ্গে আক্রমণ করে অভিষেক বলেন, “৭০ আসন পেয়ে যে দল রাস্তা, জল, আবাস, ১০০ দিনের টাকা আটকায়। তারা বাংলায় ক্ষমতায় আসলে কী করত ভাবুন। এদের তাই ভোটে হারিয়ে জব্দ করতে হবে, শায়েস্তা করতে হবে। লাইনে দাঁড়িয়ে এমন বোতাম টিপুন যাতে দিল্লি আর গুজরাতে কম্পন হয়“। সেই সঙ্গে এসআইআর প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, এসআইআরের নোটিশ পেলেই আমাদের ক্যাম্পে যাবেন, আমরা ব্যবস্থা করব, যাতে কারও নাম না কাটা যায় সেতা আমরা সুনিশ্চিত করব।
