তাই তিনি সাইকেলে নানা ধরনের প্রতীকী ছবি এবং লিখে বেরিয়েছেন রাস্তায়। তিনি কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সচেতনতা আনতেই বেরিয়েছেন বলে দাবি তাঁর।
আরও পড়ুন: হাতে নথি, একাধিক ব্যক্তির বয়ান, অভিষেকের সামনে কড়া প্রশ্নপত্র! খবর ইডি সূত্রে
এদিন ফের ইডির কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বুধবার সকাল সাড়ে এগারোটার পরপরই ইডি দফতরে ঢোকেন অভিষেক। সূত্রের খবর, দুটি দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে। সর্বপ্রথম ইডির জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডলের বয়ানে বলেছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মানিক ভট্টাচার্যের কাছে যেতেন। যেখানে ৩২৬ জনের লিস্ট দেওয়া হয়েছিল।
advertisement
আরও পড়ুন: দায়িত্ব ‘কমতেই’ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট, তুমুল শোরগোল বাবুল সুপ্রিয়কে ঘিরে!
প্রসঙ্গত, অভিষেককে এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছিল। আজ ইডি আধিকারিকরা বয়ান রেকর্ড করবেন। মূলত কালীঘাটের কাকু, কুন্তল ঘোষের চিঠিতে অভিষেকের নামের উল্লেখ, কালীঘাটের কাকুর সঙ্গে যোগ, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে আগেই ইডি তল্লাশি করে, সেখানে মেলা উল্লেখযোগ্য নথি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে যাঁদের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের ভিত্তিতেও জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে এমনটাই খবর।