রীতিমতো কটাক্ষের সুরে অভিষেক বলেন, ‘ফিরহাদ হাকিমের বাড়ি থেকে সন্ধ্যা ৭’টায় বেরিয়েছে। রথীন দার বাড়িতে গিয়ে কী করেছে জানতে চাইলাম। রথীন দা বলল, তার খাটে অফিসাররা ঘুমাচ্ছিল। যত ইডি, সিবিআই নিয়ে আসুন, আমাদের দমাতে পারবেন না। আপনাদের থেকে গণতন্ত্র শিখব না।”
আরও পড়ুন: সিবিআই বাড়ি ছাড়তেই কোথায় গেলেন মদন মিত্র! শুনলে চমকে যাবেন, ‘MM’ মানেই চমক
advertisement
যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য দীর্ঘ চারদিন ধরে লাগাতার ধর্নায় অভিষেক, সেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও এদিন তুমুল কটাক্ষ করেছেন অভিষেক। বলেন, ”আপনি বিজেপির রাজ্যপাল? আমি এটা বলব না, কারণ বাংলাকে সম্মান করি। বিজেপির চার আনা নেতা, যে ক্যামেরায় ঘুষ নিয়েছিল, সে রাজ্যপালকে পরিচালনা করবে? মানুষ এর জবাব দেবে। আরও দুমাস পিছোতে চাইলে পিছিয়ে দিন। তবে সুদ সহ এটা ফেরত নেব। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে এখানে যুক্তি তর্ক হোক।”
আরও পড়ুন: ‘আমি কি চোর, চুরি করেছি?’ সিবিআই বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়লেন ফিরহাদ
অভিষেকের সংযোজন, ”চারদিন রাস্তায় বসে থাকলেও আমাদের রাজ্যপাল দেখা করতে চায় না। আর আমরা ১০ ইমেইল পাঠালেও ডাকে না। আর বিজেপি একটা ফোন করলেই দেখা করার অনুমতি। বিজেপি আমাদের মতো নাটক করে দেখাও রাস্তায় থেকে। রোজ তো বলছ নাটক করছি। রাজ্যপাল চান আমাদের ধর্না উঠে যাক। আমরাও চাই। কার ভালো লাগে এই ঝড়, জল, বৃষ্টিতে থাকতে। যার ১২ হাজার পাওয়ার কথা তার পাওনা ১৬ হাজারের বেশি। ৩৮০০ কোটি টাকা মজুরি বাবদ বাংলা পাবে। এবার এটাও রাজ্যপালকে চিঠিতে লিখতে হবে। আইনসভায় যা পাশ হয়েছে আমি তাই বলছি।”