TRENDING:

Abhishek Banerjee: অভিষেকের এক নির্দেশেই ভয়ে কাঁপছে দল! কে প্রার্থী ঠিক করবে, স্পষ্ট করলেন এক শব্দেই

Last Updated:

Abhishek Banerjee: পঞ্চায়েতে প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্বই। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েতে প্রার্থী কাকে চাইছেন? সরাসরি জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের জানিয়ে দিয়েছেন, ভোট হবে অবাধ শান্তিপূর্ণ। মানুষ যাকে চাইবে তাকেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে প্রার্থী করা হবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে আলিপুরদুয়ারের জনসভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেই সভামঞ্চ থেকে অবাধ পঞ্চায়েত ভোটের বার্তা দিলেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ
advertisement

এর আগেও একাধিকবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের বার্তা দিয়েছেন অভিষেক। বলেছেন, প্রয়োজনে তিনি দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন করাবেন। এবার সরাসরি অবাধ, শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিলেন তিনি।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “পঞ্চায়েত হবে মানুষের। আমি কথা দিয়ে যাচ্ছি, আলিপুরদুয়ার জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তাঁদেরই প্রার্থীই করবে তৃণমূল। কোনও নেতার কথায় কোনও প্রার্থী হবে না। আমি আবার এটা বলে যাচ্ছি। দরকার হলে আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব। আপনারা আমাকে বলবেন সরাসরি।'' তাঁর আরও প্রতিশ্রুতি, ''কোন বুথে কাকে দেখতে চান, মানুষ ঠিক করবে। মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী। কারও পা ধরে লাভ নেই।” আগামী ১৫-২০ দিন পর এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনই যথেষ্ট। এর আগেও দলের একাধিক সাংগঠনিক বৈঠকে এই বিষয়ে দলের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় প্রার্থী কে হবে তা নিয়ে চূড়ান্ত শিলমোহর পড়েনি।

advertisement

আরও পড়ুন: 'কোনও দ্বন্দ্ব নেই', ফিরহাদের সিদ্ধান্ত বদলে যেতেই কুণাল বলে দিলেন, 'ওটা ক্লোজড চ্যাপ্টার'!

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

অন্যদিকে একাধিক জায়গায় প্রবণতা থাকে, প্রার্থী না হতে পেরে নির্দল হয়ে দাঁড়িয়ে যাওয়ার। এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে বিষয়েও আগে-ভাগেই সতর্ক থাকছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের ত্রি-স্তরেই যে বা যারা কাজে দক্ষ, যাদের সঙ্গে মানুষের জনসংযোগ যথাযথ রয়েছে, তারাই যে প্রার্থী হবেন, তা আরও একবার স্পষ্ট করে দিলেন অভিষেক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: অভিষেকের এক নির্দেশেই ভয়ে কাঁপছে দল! কে প্রার্থী ঠিক করবে, স্পষ্ট করলেন এক শব্দেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল