TRENDING:

Abhishek Banerjee: ‘আপত্তি কোথায়?,’ ৫ নয়, ১০ জন প্রতিনিধি নিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের সাক্ষাৎ চায় তৃণমূল

Last Updated:

অভিষেক কটাক্ষের সুরে বলেন, ‘‘সরকারের তরফে মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন! তৃণমূল প্রতিনিধি দল কমিশনের কাছে মাত্র পাঁচটি স্পষ্ট প্রশ্ন রাখতে চায়। তার জবাব দিতে চাইলে বিরোধীদের সামনে লুকোনোর প্রয়োজন নেই।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ২৩ নভেম্বর চিঠি পাঠিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করার আবেদন জানিয়েছিলেন সম্প্রতি। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে পরপর দুটি চিঠিও লিখেছেন। তারপরেই কমিশনের তরফে তৃণমূলের ৫ প্রতিনিধিকে দফতরে আসতে বলা হয়েছে। কিন্তু, প্রতিনিধির সংখ্যাটা ৫ কেন, ১০ কেন নয়, এবার তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল৷
News18
News18
advertisement

জাতীয় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে উদ্দেশ্য করে মঙ্গলবার অভিষেক বলেন, ‘‘যদি নির্বাচন কমিশন সত্যিই স্বচ্ছতা ও নিরপেক্ষতার কথা বলে, তবে মাত্র পাঁচজনের বদলে ১০ জন সাংসদের সঙ্গে আলোচনা করতে আপত্তি কোথায়? ১০ জনের মুখোমুখি হতে এত ভয়! আমরা স্রেফ পাঁচটি প্রশ্নের জবাব চাই।’’

advertisement

আরও পড়ুন: ‘ওয়াশরুমে গিয়ে আয়নায় মাথা ঠুকেছিলাম,’…সহ্য হয়নি রাজনীতি, খোলাখুলি বলেছিলেন সব কথা

অভিষেক কটাক্ষের সুরে বলেন, ‘‘সরকারের তরফে মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন! তৃণমূল প্রতিনিধি দল কমিশনের কাছে মাত্র পাঁচটি স্পষ্ট প্রশ্ন রাখতে চায়। তার জবাব দিতে চাইলে বিরোধীদের সামনে লুকোনোর প্রয়োজন নেই।’’

advertisement

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে একটি এক্স হ্যান্ডেল পোস্ট করেন তিনি। সেখানেই তিনি উল্লেখ করেন, ‘‘বৈঠক যদি সত্যিই খোলামেলা হয়, তবে সেটি সরাসরি লাইভ সম্প্রচার করা হোক। যাতে গোটা দেশবাসী পুরো প্রক্রিয়াটি দেখতে পান।’’

আরও পড়ুন: নতুন শ্রম বিধিতে স্যালারিতে কেমন প্রভাব পড়বে? হাতে বেশি টাকা আসবে না কম…থাকল ব্যাখ্যা

advertisement

কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট মূলক আচরণ করার অভিযোগ তুলে বার বার ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল ১০ জন সাংসদকে নিয়ে যেতে চেয়ে চিঠি দিয়েছিল কমিশনকে। কিন্তু কমিশন তাদের সিদ্ধান্তে অনড় থেকে ২৮ নভেম্বর বেলা ১১টায় তৃণমূলের পাঁচজন প্রতিনিধিকে আসতে বলেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
অসুস্থ স্বামীকে বাঁচাতেই হবে, চিকিৎসার খরচ জোগাড় করতে পথে নামলেন স্ত্রী
আরও দেখুন

এদিকে ফের তৃণমূল চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। দশ জন প্রতিনিধিকে কমিশনের সাক্ষাতের অনুমতি দিতে হবে বলে জানিয়েছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান দশ সাংসদের নাম ও পরিচয় দিয়ে ফের চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘আপত্তি কোথায়?,’ ৫ নয়, ১০ জন প্রতিনিধি নিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের সাক্ষাৎ চায় তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল