TRENDING:

Abhishek Banerjee: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের

Last Updated:

Abhishek Banerjee: ১৯ মাস ধরে তদন্তের কী হয়েছে? ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে তদন্ত গুটিয়ে আনুন। লিপস অ্যান্ড বাউন্ডস ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত তদন্ত পারলে শেষ করুন। মন্তব্য বিচারপতি সৌমেন সেনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে, ১০ অক্টোবরের মধ্যে সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ইডির কাছে। তা খতিয়ে দেখে ৪৮ ঘন্টার নোটিসে সমন পাঠাতে পারবে ইডি। ১৯-২৬ অক্টোবর পুজোর ৭ দিন সমন পাঠাবে না ইডি। ওই সময় কোনও জিজ্ঞাসাবাদ নয়। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমার ডিভিশন বেঞ্চের।
স্বস্তি এবং অস্বস্তি
স্বস্তি এবং অস্বস্তি
advertisement

১৯ মাস ধরে তদন্তের কী হয়েছে? ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে তদন্ত গুটিয়ে আনুন। লিপস অ্যান্ড বাউন্ডস ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত তদন্ত পারলে শেষ করুন। মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। মর্নিং শো ডে’জ। জুন মাস থেকে তদন্তে সহযোগিতা করছে না। নিয়োগ দুর্নীতি প্যান্ডোরা বক্স। পরপর খুলে যাচ্ছে। এক তদন্ত করতে গিয়ে পুরনিয়োগ দুর্নীতির তথ্য এল, তার তদন্ত চলছে। এমনই বলেন ইডির তরফে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী।

advertisement

আরও পড়ুন: তৃণমূলের কর্মসূচি শেষ, তবু দিল্লিতে এখনও ‘ওঁরা’ কারা? জানলে চমকে যাবেন

আজই আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি, চেয়ে পাঠানো তথ্যের বাইরেও অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। তাই তাকে সমন করা হয়েছে। ইডির বক্তব্য শুনুক আগে কোর্ট। তারপর ইডি সম্পর্কে আদালত মন্তব্য করুক। বলেন ইডির আইনজীবী। ইডি হচ্ছে ব্লু আইয়েড, পাল্টা বলেন বিচারপতি সেন।

advertisement

১৬ বা ১৯ যতগুলি তথ্য চেয়েছে, তা নিক। তারপর সেগুলি যাচাই করে জিজ্ঞাসাবাদ করুক ইডি। বলেন বিচারপতি। যদিও ইডির তরফে বলা হয়, নতুন তথ্য হাতে আছে ইডির। সেগুলো যাচাইয়ের জন্য ৯ অক্টোবর হাজির হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি অফিসাররা ২৪*৭ কাজ করে চলেছেন। পাবলিক স্ক্যাম রহস্যভেদ করতে তাদের কষ্টটা বুঝুন।

৫০ কোটি নগদ। ৫ কোটি সোনা। সবনিয়ে ১২০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। প্রত্যেকেই প্রভাবশালী। পার্থ চট্টোপাধ্যায় প্রথম গ্রেফতার। তারপর সুজয় কৃষ্ণ ভদ্র। লিপস অ্যান্ড বাউন্ডসের এক্স ডিরেক্টর যিনি। সুজয়ের কাছ থেকে পাওয়া তথ্য থেকে ইডি তদন্ত শুরু করে। ৫০ বার তল্লাশি চালিয়েছে ইডি। ৩০ মে সুজয় ভদ্রকে গ্রেফতার। ৮/৬/ প্রথম সমন ১৩/৬ আসার জন্য। আসেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির তরফে এমনই সওয়াল করা হয়।

advertisement

আরও পড়ুন: তিস্তায় ভেসে আসছে একের পর এক দেহ, গজলডোবায় ভয়াবহ দৃশ্য! মিলল মহিলার কাটা দেহও

বিচারপতি সৌমেন সেন পাল্টা বলেন, অবাক হচ্ছি, ইডি অফিসাররা কেন আদালতের প্রস্তাব গ্রহণ করছেন না। ইডি তথ্যগুলো হাতে পেলে আরও নতুন কিছু তদন্তে খুঁজে পেতে পারে তারা। তথ্য দেওয়ার জন্য আরও সময় চায় অভিষেক। সব তথ্য জোগাড় করতে হবে। এমনই জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। পর্যাপ্ত সুযোগ, সময় পেয়েছে, এরপরেও তথ্য না জানাতে পারলে আইনানুগ পদক্ষেপ করবে এজেন্সি। এমন হুঁশিয়ারিও শোনা যায় বিচারপতির তরফে। ইডি যদি চাওয়া সব তথ্য না পায় তাহলে আইন মেনে সমন পাঠাবে ইডি, পদক্ষেপ করবে ইডি। বলেন বিচারপতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পুজোর সময়টায় ১ সপ্তাহ রক্ষাকবচ দিক আদালত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে এমনই আবেদন করা হয়। ১৯ অক্টোবরের আগে বা ২৬ সেপ্টেম্বরের পর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকবে ইডি। ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডাকবে না ইডি। এমনই পর্যবেক্ষণ বিচারপতির।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল