TRENDING:

Abhishek Banerjee On North Bengal Disaster: ‘কঠিন সময়ে কেউ একা নন’, কাঁধে কাঁধ মিলিয়ে জনপ্রতিনিধিদের কাজ করতে বার্তা অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee On North Bengal Disaster: জনপ্রতিনিধিদের রাস্তায় নেমে কাজ করার আবেদন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একটানা বৃষ্টি এবং প্রবল ভূমিধসে বিপর্যস্ত উত্তরের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে, প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান অভিষেক। অভিষেক লেখেন, “দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির একাধিক এলাকায় লাগাতার বৃষ্টি ও ধসে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। মিরিক, জোরবংলো-সুখিয়াপোখরি এবং ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বহু মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে উদ্ধার ও ত্রাণের কাজ চালাচ্ছেন।
“এই কঠিন সময়ে কেউ একা নন। আমরা সবাই একসঙ্গে আছি।’’ অভিষেক বন্দোপাধায়
“এই কঠিন সময়ে কেউ একা নন। আমরা সবাই একসঙ্গে আছি।’’ অভিষেক বন্দোপাধায়
advertisement

দুর্গতদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, “এই কঠিন সময়ে কেউ একা নন। আমরা সবাই একসঙ্গে আছি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্বেচ্ছাসেবককে আহ্বান জানাচ্ছি, তাঁরা দুর্গতদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়েই আমাদের এগোতে হবে।” “সমবেত সাহস, মানবিকতা এবং মা দুর্গার আশীর্বাদেই আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব।”- আশ্বাস তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

advertisement

আরও পড়ুন –Durga Puja Bhasan: দুর্গাপুজোর ভাসানের শোভাযাত্রা, বাড়ির ছাদ থেকে ছোঁড়া হল বোতল-পাথর, রাত দুটোর সময় ধুন্ধুমার, তোলপাড় কটক

উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের ডিজিপি, উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন। ছিলেন গৌতম দেব ও অনীত থাপার মতো উত্তরের জনপ্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী জানান, “আমি নিজে পরিস্থিতির উপর নজর রাখছি এবং সোমবার মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের
আরও দেখুন

ভুটান ও বাংলার নদীগুলি যেমন রায়ডাক, সংকোশের জলে প্লাবিত হয়ে উঠেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা।মুখ্যমন্ত্রীও এদিন এক্স হ্যান্ডল পোস্টে এই দুর্যোগের কারণ হিসেবে ভুটানকে দায়ী করেছেন। তিনি লিখেছেন,  ‘গত রাতের কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি ও বাইরের বৃষ্টিতে আমাদের রাজ্যের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ ইতিমধ্যেই শাসক দলের একাধিক জনপ্রতিনিধি নিজ নিজ এলাকায় শুরু করেছেন ত্রাণ বিলির কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee On North Bengal Disaster: ‘কঠিন সময়ে কেউ একা নন’, কাঁধে কাঁধ মিলিয়ে জনপ্রতিনিধিদের কাজ করতে বার্তা অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল