দুর্গতদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, “এই কঠিন সময়ে কেউ একা নন। আমরা সবাই একসঙ্গে আছি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্বেচ্ছাসেবককে আহ্বান জানাচ্ছি, তাঁরা দুর্গতদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়েই আমাদের এগোতে হবে।” “সমবেত সাহস, মানবিকতা এবং মা দুর্গার আশীর্বাদেই আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব।”- আশ্বাস তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
advertisement
উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের ডিজিপি, উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন। ছিলেন গৌতম দেব ও অনীত থাপার মতো উত্তরের জনপ্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী জানান, “আমি নিজে পরিস্থিতির উপর নজর রাখছি এবং সোমবার মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছি।”
ভুটান ও বাংলার নদীগুলি যেমন রায়ডাক, সংকোশের জলে প্লাবিত হয়ে উঠেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা।মুখ্যমন্ত্রীও এদিন এক্স হ্যান্ডল পোস্টে এই দুর্যোগের কারণ হিসেবে ভুটানকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, ‘গত রাতের কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি ও বাইরের বৃষ্টিতে আমাদের রাজ্যের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ ইতিমধ্যেই শাসক দলের একাধিক জনপ্রতিনিধি নিজ নিজ এলাকায় শুরু করেছেন ত্রাণ বিলির কাজ।