TRENDING:

ভোটের আগে কী করতে হবে, দলের নেতা-কর্মীদের 'বড়' নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

Abhishek Banerjee: তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতটি বিধানসভা। ২ দিন ধরে দলীয় কর্মীদের ভোটের আগে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দলের নেতাদের উদ্দেশে কিছু নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোট প্রস্তুতি তুঙ্গে। তারই প্রথম ধাপ হিসেবে বুধবার থেকে ম্যারাথন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার আমতলায় সাংসদের অফিসে দুদিন ধরে বৈঠক করবেন।
অভিষেকের বৈঠক
অভিষেকের বৈঠক
advertisement

তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতটি বিধানসভা। ২ দিন ধরে দলীয় কর্মীদের ভোটের আগে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দলের নেতাদের উদ্দেশে কিছু নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- বিরুদ্ধে কঠিন প্রার্থী, বাংলার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ফোন মোদির! কী ঘটল?

১) বিরোধী দল ছেড়ে যারা এসেছেন, তাঁদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান। বোঝান, আপনারা দেখেছেন তো কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে!

advertisement

২) যে সব বুথে ভোট কম পড়েছে সেই বুথে বেশি সময় থাকতে হবে।

৩) ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা বা স্পেশ্যাল যে সব কাজ করা হয়েছে সেগুলো প্রচারের সময় তুলে ধরুন।

৪) বিরোধী প্রার্থী যেই হোক না কেন তাতে আমাদের কিছু যায় আসে না। দলের নেতারা উন্নয়নের কথাই বলবেন।

এতকিছুর পরেও গত লোকসভা ও বিধানসভায় বেশ কিছু বুথে বা ওয়ার্ডে বিরোধীরা কেন লিড পেল? কেন এমনটা হল? তা চিহ্নিত করে বোঝাতে হবে।

advertisement

আরও পড়ুন- সল্টলেকে ঘরের দরজা খুলতেই রক্তের বন্যা, মাটিতে পড়ে বৃদ্ধ ডাক্তার দম্পতি! মৃত ১

সব ডেটা নিয়ে আজ বৈঠক করেছেন অভিষেক। কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের এই ব্যাপারে বিশেষভাবে নজর দিতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভাইস চেয়ারম্যানকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিষেক স্পষ্ট বলে দিয়েছেন, এত পরিষেবা দেওয়ার পরও আপনাদের ফল যদি খারাপ হয়, তা হলে বুঝতে হবে মানুষ আপনাদের চাইছে না। তাহলে সরে যেতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটের আগে কী করতে হবে, দলের নেতা-কর্মীদের 'বড়' নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল