উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় কৃষিকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত জল। এর জন্য প্রয়োজন অধিকমাত্রায় সেচ নালা। আর এই সেচ নালা তৈরিতে একদিকে সমস্যা হয়ে আছে জমিজট। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নদী ভাঙন প্রতিরোধ ও কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থার পরিকাঠামোগত সমস্যা নিয়ে জলপাইগুড়িতে বৈঠক করে গিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
advertisement
মালবাজারের সভা থেকে অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, জলপাইগুড়ি সেচ সমস্যা নিয়ে নতুন সেচ মন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন। সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে আগামী ৮ মাসে চাষের জমিতে জল পাঠানোর ব্যবস্থা হয়ে যাবে। প্রয়োজনে পার্থ ভৌমিককে পুজোর আগে আর একবার আসতে বলবেন বলেও জানিয়েছেন তিনি।
সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে যে সমস্ত সেচ নালাগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেই সব নালাগুলিকে সংস্কার করে অধিকমাত্রায় কৃষি জমিতে জল পৌঁছে দেওয়া। যাতে এই কাজ দ্রুত সম্পন্ন করা যায়, তার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের।
আরও পড়ুন : যেন ‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্য! ভারী বর্ষণে বিদ্যুৎহীন হাসপাতাল, মোবাইলের টর্চের আলোয় চলল চিকিৎসা
এ ছাড়াও সেচ নালা তৈরি করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে জমিজট। গ্রামবাসীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই জট কাটিয়ে অবিলম্বে সেচ নালা তৈরির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।তিনি বলেন, ‘ভাঙন প্রতিরোধ ও কৃষি জমিতে কীকরে আরও সেচের জল পৌঁছে দেওয়া যায় মূলত সেই বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধ খুব ব্যয়বহুল। কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া পরিপূর্ণতা পাওয়া কঠিন ব্যাপার। কিন্তু কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তা পাচ্ছি না। কেন্দ্র সাহায্য করলে এতদিনে উত্তরবঙ্গের মানুষদের পুরোপুরি চিন্তামুক্ত করতে পারতাম।’
আরও পড়ুন : চা সুন্দরীর কাজ দ্রুত এগোচ্ছে, শ্রমিকদের কাছে আশ্বাস নেতৃত্বের
তিনি আরও বলেন, ‘এলাকার মানুষ বিজেপি নেতাদের বিধায়ক করেছে। তাদের উচিত মানুষের সমস্যার কথা কেন্দ্রের কাছে পৌঁছনো। বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা মাইনে নিচ্ছেন কিন্তু মানুষের কাজ করছেন না।’গত কয়েকদিন তিনি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি প্রত্যন্ত গ্রামে ঘুরে নদীগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাদের সমস্যার কথা শোনেন। নভেম্বর মাসে ফের একবার এলাকাগুলি পরিদর্শন করবেন বলে জানান মন্ত্রী।