চা সুন্দরীর কাজ দ্রুত এগোচ্ছে, শ্রমিকদের কাছে আশ্বাস নেতৃত্বের

Last Updated:

Chaa Sundari Scheme 2022: জমির পাট্টা নিয়ে চলছে প্রশাসনিক আলাপ আলোচনা ৷ 

চা সুন্দরীর কাজ দ্রুত এগোচ্ছে, শ্রমিকদের কাছে আশ্বাস নেতৃত্বের
চা সুন্দরীর কাজ দ্রুত এগোচ্ছে, শ্রমিকদের কাছে আশ্বাস নেতৃত্বের
আবীর ঘোষাল, শিলিগুড়ি: চা সুন্দরী প্রকল্পের আওতায় রাজ্য সরকার উত্তরবঙ্গের চা বাগানে ৩,০০০টি বাড়ি তৈরি করবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন ইতিমধ্যেই চা সুন্দরী প্রকল্পের জন্য পাঁচটি চা বাগান বেছে নিয়েছে যার অধীনে রাজ্য সরকার ৩,০০০-এরও বেশি বাড়ি তৈরি করছে।
পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালে চা সুন্দরী প্রকল্প চালু করেছিল, যেখানে চা শ্রমিকদের বাড়ি দেওয়া হবে। এ ছাড়াও এই প্রকল্পের অধীনে, চা শ্রমিকদের মধ্যে ভর্তুকি হারে রেশন বিতরণ করা হবে।- যে পাঁচটি চা বাগানে সরকারিভাবে বসতবাড়ি তৈরি করা হবে তার মধ্যে রয়েছে লঙ্কাপাড়া, দেইখালাপাড়া, তোর্সা, মুজনাই এবং রহিমপুর। রাজ্য সরকার জানিয়েছে এবার চা বাগানের শ্রমিকরাও জমির অধিকার পাবে। আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র মীনা বলেছেন যে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা সংযোগ, খেলার মাঠ এবং সামাজিক পরিকাঠামো-সহ অন্যান্য সমস্ত মৌলিক সুবিধা রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ দেবে। তিনি আরও বলেন, “এই চা বাগানের শ্রমিকরা জমির অধিকার-সহ বিনামূল্যে বাড়ি পাবেন।”
advertisement
advertisement
এই প্রকল্পটি চা বাগান এলাকার মহিলাদের এবং তফশিলি উপজাতি সম্প্রদায়ের জন্যও এর সুবিধাগুলি প্রসারিত করবে ৷ ‘চা সুন্দরী' প্রকল্পের লক্ষ্য হল উত্তরবঙ্গের অসুস্থ ও বন্ধ বাগানে চা বাগানের শ্রমিকদের বাড়ি দেওয়া এবং ২০২০ সালে রাজ্যের বাজেট পেশ করার সময় তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেছিলেন। ৫০০ টাকার একটি কর্পাস প্রকল্পের জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। প্রতিটি আবাসিক ইউনিটে দুটি ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে। এই একতলা ইউনিটগুলির আচ্ছাদিত এলাকা ৩৯৪ বর্গফুট এবং খরচ প্রায় ৫.৪৩ লক্ষ টাকা ৷
advertisement
চা শিল্পের বাজার আর্থিক ভাবে করুণ অবস্থার সাক্ষী হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের অনেক চা বাগান লোকসানের মুখে পড়েছে, তাদের অসুস্থ করে তুলেছে। এক কর্মকর্তা বলেছেন, ‘‘এই অসুস্থ এস্টেটগুলি চা সুন্দরী স্কিমের প্রধান কেন্দ্রবিন্দু হবে, এবং চা শ্রমিকদের জমির অধিকার-সহ তাদের প্রাপ্য ইউনিট সরবরাহ করা হবে।” ধাপে ধাপে উত্তরবঙ্গের বাকি চা বাগান এলাকাতেও বাড়ির কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চা সুন্দরীর কাজ দ্রুত এগোচ্ছে, শ্রমিকদের কাছে আশ্বাস নেতৃত্বের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement