কপ্টার সমস্যার জন্য দেরিতে পৌঁছেছেন অভিষেক৷ দেরির জন্য ক্ষমা চেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘আমি জানি ৯’টা থেকে জমায়েত হয়েছিল। সকাল ৯’টায় যারা এসেছে তারা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছে। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।’’
advertisement
পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ব্যবহার করে সভাস্থলে পৌঁছানো প্রসঙ্গে অভিষেক বলেন ‘‘আমার ১২:৩০-১’টা নাগাদ এসে তারাপীঠ মন্দিরে এসে পুজো দেওয়ার কথা ছিল। আমার যে হেলিকপ্টারে আসার কথা। এখনও নির্বাচন শুরু হয়নি। দিন ঘোষণা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী চক্রান্ত। সকাল ১১’টায় যে অনুমতি দেওয়ার কথা তা আমাকে এখনও দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম সড়কপথে আসব। কিন্তু আসতে ৫’টা বেজে যেত। আমার জেদ দশগুণ। তাই বুদ্ধি খাটিয়ে আমি হেমন্ত সোরেনের হেলিকপ্টার পাশের রাজ্য থেকে আনাই। আমার দেরি হল। কিন্তু আমি আসব জেদ ধরেছিলাম। আমাকে ধমকে চমকে লাভ নেই।’’
এসআইআর নিয়ে ফের কেন্দ্রকে তোপ অভিষেকের৷ তিনি বলেন, ‘‘যতই SIR আর ষড়যন্ত্র করুক। আরও আসন পেয়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। ভেবেছে ধমকে চমকে চোখ রাঙিয়ে টাকা আটকে শিক্ষা দেবে।’’
তিনি আরও বলেন, ‘‘SIR করে শারীরিক ও মানসিক যন্ত্রণা করে ডাকছে। হায় রে পোড়া কপাল অর্মত্য সেনকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। যে নোবেল পেয়েছে, দেশকে চিনিয়েছে সম্মান দিয়েছে তাকে নোটিশ দিয়েছে। দেব, ক্রিকেটার সামি’কে নোটিশ দিয়েছে।’’
অভিষেক বলেন, ‘‘রাস্তার দুই পাশে জমায়েত। হেলিপ্যাড থেকে এই ১২ কিমি রাস্তা মানুষে ভর্তি। যতই করো হামলা,জিতবে বাংলা। গতবার ১০ আসন পেয়েছিলাম এই জেলা থেকে। এবার ১১-০ করতে হবে। বিজেপি যে ষড়যন্ত্র করেছিল তার জবাব এই জেলার মানুষ দুই লোকসভা আসনে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে।’’
