TRENDING:

Abhishek Banerjee: হঠাৎ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, CPIM-কে নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য! ব্যাপার কী?

Last Updated:

Abhishek Banerjee: তৃণমূল সাংসদরা দুই কক্ষে বিজেপির বিরুদ্ধে কী ভাবে সরব হবেন, কী কী বিষয় তাঁরা উত্থাপন করবেন, নজর থাকবে শুক্রবার পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে সোমবার সকালেই দিল্লি রওনা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে সোমবার। পাঁচ দিনের এই অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯ সেপ্টেম্বর, অধিবেশনের দ্বিতীয় দিন থেকে নতুন ভবনে অধিবেশন বসার কথা। ওই দিনই গণেশ চতুর্থী। তাই তিথিনক্ষত্র দেখেই নাকি ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সাংসদদের অধিবেশনে থাকার জন্য হুইপ জারি করেছে দল। পাঁচ দিনের এই অধিবেশন নিয়ে আগাগোড়াই সুর চড়িয়েছে তৃণমূল।
সিপিআইএম-কে বার্তা অভিষেকের
সিপিআইএম-কে বার্তা অভিষেকের
advertisement

তৃণমূল সাংসদরা দুই কক্ষে বিজেপির বিরুদ্ধে কী ভাবে সরব হবেন, কী কী বিষয় তাঁরা উত্থাপন করবেন, নজর থাকবে শুক্রবার পর্যন্ত। এদিন সকালে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে মুখ খোলেন অভিষেক। দিল্লি কেন যাচ্ছেন? তিনি বলেন, ”অধিবেশন আছে, তাই যাচ্ছি।”

আরও পড়ুন: লাখ-লাখ মানুষ পাবেন বিপুল সুবিধা, পিএম বিশ্বকর্মা প্রকল্পে কাদের মিলবে সাহায্য! জানুন

advertisement

India জোটে সিপিআইএম জোটে থাকবে। কিন্তু সমন্বয়ে বৈঠকে থাকবে না। এই বিষয়ে অভিষেক বলেন, ”সিপিআইএম-এর কী অবস্থান, সেটা সিপিআইএম স্পষ্ট করে বলতে পারবে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিআইএম কী করবে বা অন্য দল কী করবে, সেটা তাদের সিদ্ধান্ত।”

আরও পড়ুন: নামেই ফেরিওয়ালা, ৫৬ বছর ধরে ছড়ায় গানে পাড়া মাতিয়ে রাখেন ৭৭-এর বৃদ্ধ

advertisement

অভিষেকের সংযোজন, ”বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সম মনোভাবাপন্ন দলগুলোকে সবসময় বলেছি। সিপিআইএম বা অন্য দল কী করবে, সেটা তারাই বলতে পারবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এদিকে, সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় বলেন, “আজ অনুপ্রেরণামূলক মুহূর্তগুলিকে স্মরণ করে এগিয়ে যাওয়ার সুযোগ। আমরা সবাই এই ঐতিহাসিক ভবনটিকে বিদায় জানাচ্ছি। আমরা নতুন ভবনে চলে যাব, কিন্তু পুরোনো ভবনটি সবসময়ই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে। এই হাউসের মাধ্যমে আমি আবারও দেশের বিজ্ঞানী ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানাই।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: হঠাৎ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, CPIM-কে নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য! ব্যাপার কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল