গত বৃহস্পতিবারই অভিষেকের নব জোয়ার যাত্রা চলাকালীন এই নিয়ে ইডির তরফে চিঠি দেওয়া হয় অভিষেককে। তখনই তিনি জানিয়েছিলেন সমন পেলেও এক্ষুনি নব জোয়ার ছেড়ে যাচ্ছনা না তিনি। এরই পরিপ্রেক্ষিতে আজ হাজিয়া না দিলেও ইডিকে চিঠি দিলেন অভিষেক।
advertisement
আরও পড়ুন: বিশ্বের কোন দেশটি পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত বলুন তো? নাম শুনলে চমকে যাবেন!
“দলীয় কর্মসূচীতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি ও আগামী দিনেও করব। এই মুহূর্তে দলীয় কর্মসূচী ছেড়ে যাওয়া সম্ভব নয়।” ইডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে চিঠি দিয়ে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে আদালতের রায়ের কপিও অভিষেক জুড়ে দিয়েছেন৷
প্রসঙ্গত এর আগেই অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আজ হাজির হবেন না৷ ডাকলেই বারবার কেন যেতে হবে? সেই প্রশ্নও তিনি তোলেন। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপির যোগ নিয়েও জনজোয়ার থেকেই অভিযোগ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: উড়ে এল ইট…, তুবড়ে গেল গাড়ি…! সায়ন্তিকার কনভয়ে হামলায় ধৃত ১২ বিজেপি নেতা
এদিনের চিঠিতে অভিষেক উল্লেখ করেছেন, কলকাতার বাইরে তিনি দলীয় কর্মসূচীতে রয়েছেন। পঞ্চায়েত ভোটের দায়িত্ব আছে তাঁর। এই অবস্থায় দলের দায়িত্ব ছেড়ে ইডি’র অফিসে যাওয়া সম্ভব নয়৷ ইডির সহ অধিকর্তাকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, তদন্তের ক্ষেত্রে আগেও তিনি সাহায্য করেছেন৷ আগামী দিনেও করবেন৷