TRENDING:

Abhishek Banerjee: অস্ত্র রাহুলের শাস্তি, শুভেন্দুকে প্যাঁচ ফেলতে বড় নির্দেশ দিলেন অভিষেক

Last Updated:

এ দিন প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ছিলেন অভিষেক৷ বিশেষত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সরব হন অভিষেক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কিছুদিন আগে ত্রিপুরা, মেঘালয়ে ভোট প্রচারে গিয়েও রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতৃত্বকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের পর থেকেই বদলে গিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যের রাজনৈতিক অঙ্ক৷ এ দিন শহিদ মিনার ময়দানে দলের ছাত্র যুব সংগঠনের সভাতেও সেই ইঙ্গিত আরও স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয়, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তকে হাতিয়ার করে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার জন্য দলের লিগাল সেলকে নির্দেশ দিলেন অভিষেক৷
রাহুলের শাস্তিই এবার অভিষেকের হাতিয়ার।
রাহুলের শাস্তিই এবার অভিষেকের হাতিয়ার।
advertisement

অভিষেক এ দিন বলেন, 'তিন দিন আগে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে৷ রাহুল গান্ধি বলে নয়৷ অন্য কেউ হলেও একই ভাবে পাশে দাঁড়াতাম৷ রাহুল গান্ধি যা বলেছিলেন, তাকে হয়তো আমি সমর্থন করি না৷ কারও ভাবাবেগে আঘাত করতে চাই না৷ কিন্তু একটা মন্তব্যের জন্য যদি রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল হয়, তাহলে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি ও দিদি' বলে কটাক্ষ করার জন্য নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেন মামলা হবে না? তিনি তো বাংলার সব মা বোনেদের অপমান করেছিলেন৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন 'বীরবাহা হাঁসদাকে জুতার তলায় রাখি৷' তাহলে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হবে না, তাঁর বিধায়ক পদ খারিজ হবে না? সুরাতের আদালতে যে আইনে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয় সেই আইন তো পশ্চিমবাংলাতেও কার্যকর৷ আমি দলের লিগাল সেলকে বলছি, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের উদাহরণ দিয়ে এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পিটিশন তৈরি করে আদালতে জমা করতে হবে৷ তার পর দেখি বিচার ব্যবস্থা স্বাধীন কি না!'

advertisement

আরও পড়ুন: সারদা কাণ্ডে মদন-কুণালদের কী বলে চাপ? শহিদ মিনারের সভায় বিস্ফোরক দাবি অভিষেকের

এ দিন প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ছিলেন অভিষেক৷ বিশেষত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সরব হন অভিষেক৷ শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পর থেকেই তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ চলছে৷ এ দিন রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তকে হাতিয়ার করে ফের একবার শুভেন্দু অধিকারীকে আইনি চাপে ফেলার চেষ্টা করলেন অভিষেক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আয়ুষের জন্যই গর্বিত অশোকনগর, সুরের জাদুতে কাঁপাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো এর মঞ্চ
আরও দেখুন

কয়েক মাস আগে রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন৷ সেই ঘটনায় চাপে পড়ে শাসক দল৷ পাল্টা শুভেন্দু অধিকারীর একটি পুরনো মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আনে তৃণমূল৷ সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার নাম করে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে৷ এ দিন মন্তব্যকেই ফের সামনে নিয়ে এলেন অভিষেক৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: অস্ত্র রাহুলের শাস্তি, শুভেন্দুকে প্যাঁচ ফেলতে বড় নির্দেশ দিলেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল