TRENDING:

Abhishek Banerjee: মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ...ফের শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের! কাঁটায় কাঁটায় টক্কর দিল বিজেপি-ও

Last Updated:

এদিন অভিষেকের সোশ্যাল মিডিয়ার পোস্টের পরেই পাল্টা চ্যালেঞ্জ করে পোস্ট করে ‘BJP West Bengal’৷ সেখানে উন্নয়নে খতিয়ান তুলে ধরে চ্যালেঞ্জ করা হয়েছে, ‘আপনার পছন্দ অনুযায়ী সময় এবং জায়গা নির্বাচন করুন৷ আমরা আমাদের কোনও যুব মোর্চার কোনও এক কার্যকর্তাকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য৷ ততক্ষণ এটা পড়ুন৷ ’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত রবিবার ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার আবারও সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝাল পোস্ট করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড৷ সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, ‘মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি’।
advertisement

এদিন সোশ্যাল মিডিয়ায় অভিষেক আরও লেখেন, ‘২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে ১ পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুল তা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি।’

advertisement

এদিন অভিষেকের সোশ্যাল মিডিয়ার পোস্টের পরেই পাল্টা চ্যালেঞ্জ করে পোস্ট করে ‘BJP West Bengal’৷ সেখানে উন্নয়নে খতিয়ান তুলে ধরে চ্যালেঞ্জ করা হয়েছে, ‘আপনার পছন্দ অনুযায়ী সময় এবং জায়গা নির্বাচন করুন৷ আমরা আমাদের কোনও যুব মোর্চার কোনও এক কার্যকর্তাকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য৷ ততক্ষণ এটা পড়ুন৷ ’

আরও পড়ুন:‘পলিটিক্যাল গিমিক’, ‘বার্থ সার্টিফিকেট কী করে নিয়ে আসব!,’ CAA নিয়ে ফের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

সম্প্রতি বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, বাংলার আবাস যোজনায় কেন্দ্রের তরফে বিগত কয়েক বছরে ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷ এদিন মোদির সেই বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেন অভিষেক৷

advertisement

আরও পড়ুন: ‘মানুষ করতে পারিনি…,’ ভাইকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কি নেত্রী পরিবারে হাত বিজেপি-র? খোলসা করলেন বাবুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

তাঁর দাবি, ‘‘প্রধানমন্ত্রী তিনদিন আগে সভা করতে এসে উনি বলে গেছেন গত তিন বছরে ৪২ হাজার কোটি টাকা আবাসের জন্য বাংলাকে পাঠানো হয়েছে। যদি নরেন্দ্র মোদির সরকার প্রমাণ করতে পারেন যে গত তিন বছরে এই খাতে একটা টাকাও দিয়েছে তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এর পর যখন বাংলায় আসবেন তখন একশো দিনের কাজ ও আবাস যোজনায় গত তিন বছরে কত টাকা দিয়েছেন, তার একটা শ্বেতপত্র প্রকাশ করবেন।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ...ফের শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের! কাঁটায় কাঁটায় টক্কর দিল বিজেপি-ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল