TRENDING:

Mamata Banerjee injury: মমতার কপালে গভীর ক্ষত,পড়ল চারটি সেলাই! কেমন আছেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অন্যান্য দিনের মতো সন্ধে বেলায় বাড়িতে হাঁটতে গিয়েই কোনওভাবে পড়ে গিয়েই কপাল ফাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মুখ্যমন্ত্রীর কপাল ফেটে গিয়ে দর দর করে পড়তে থাকে রক্ত৷ আঘাত লাগে মুখ্যমন্ত্রীর নাকেও৷ খবর, খবর পেয়ে রক্তাক্ত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই৷
হাসপাতাল থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী৷
হাসপাতাল থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী৷
advertisement

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে৷ বেশ কয়েকটি সেলাই পড়েছে৷ তবে রক্ত বন্ধ করা গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর নাকে একটি এবং কপালে তিনটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ তবে ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর মাথার সিটি স্ক্যান এবং এমআরআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর চিকিৎসায় দশজন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ মেডিসিন, ক্রিটিকাল কেয়ার, অর্থোপেডিক, কার্ডিয়লজি, নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখছেন৷ নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মুখ্যমন্ত্রী পড়ে গেলেন, তা খতিয়ে দেখতে চাইছেন চিকিৎসকরা৷ তবে মুখ্যমন্ত্রী স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি৷

advertisement

মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যসচিব থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা হাসপাতালে পৌঁছতে শুরু করেন৷

আরও পড়ুন: নিউজ 18 ওপিনিয়ন পোল: কর্নাটক-রাজস্থান-অসমে গেরুয়া ঝড়! সব নজর এখন বাংলা-মহারাষ্ট্রের দিকে

ইতিমধ্যেই পাঁচ থেকে ছ জন চিকিৎসকের পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে বলে সূত্রের খবর৷ এসএসকেএমের উডবার্ন ব্লকের সাড়ে বারো নম্বর কেবিনে প্রথমে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসার প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এরই ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হতে পারে৷

advertisement

তবে মুখ্যমন্ত্রী কখনওই দীর্ঘ সময় হাসপাতালে থাকতে চান না৷ ফলে রাতে তাঁকে বাড়ি নিয়ে আসা হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে৷ এ দিন সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দুর্ঘটনা ঘটে বলে খবর৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সহ প্রতিবেদন-আবীর ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee injury: মমতার কপালে গভীর ক্ষত,পড়ল চারটি সেলাই! কেমন আছেন মুখ্যমন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল