অভিষেকের দাবি, “রামলীলা ময়দানে থাকার অনুমতি চেয়ে ৫ টি চিঠি দিয়েছি। কিন্তু ওরা অনুমতি দেয়নি। কৃষি ভবনের সামনে বিক্ষোভ দেখানোর অনুমতি চেয়েছিলাম, দেয়নি। রাজঘাটে সম্মান জানানোর অনুমতি চেয়েছিলাম, দেয়নি। রেল কর্তৃপক্ষ টাকা নিয়েছে, এখন বলছে তৃণমূল আবেদন করেনি। আবেদন না করলে টাকা জমা কেন নিলপ্রধানমন্ত্রী দুদিন ছাড়া ছাড়া সবুজ পতাকা নাড়ছেন, ট্রেন উদ্বোধন করছেন। সাধারণ মানুষের ট্রেনে চড়ার অধিকারই নেই। বড়লোকদের জন্য ট্রেন উদ্বোধন হচ্ছে। গরিবদের জন্য না।”
advertisement
কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে অভিষেকের বার্তা, “জব কার্ড হোল্ডারদের ট্রেনে চরার অধিকার নেই। আমাকে ৩ তারিখ ইডি নোটিশ দিল। ৪ তারিখ ডাকতে পারত। ডাকল না। সম্মিলিত মানুষের আর্তনাদ দিল্লির বুকে পৌঁছে গেছে। বাংলায় হেরে গেছে বলে বিজেপি টাকা ছাড়েনি। এত ভয় কীসের।তর্কের খাতিরে ধরে নিলাম দুর্নীতি হয়েছে। দুর্নীতি হলে আপনি ব্যবস্থা নিন। ট্রেন বাতিল কেন? মানুষকে ঠিক করবে বিজেপির কাছে মাথা নত করে টাকা ছাড়বেন, নাকি একটা বোতাম টিপে সরকার পরিবর্তন করবেন।”
আরও পড়ুন, হাওড়া ব্রিজে বন্ধ যান চলাচল! আদিবাসী সংগঠনের মিছিলের জেরে চরম দুর্ভোগ
আরও পড়ুন, ডেঙ্গি মশারূপী অসুর বধ করতে ব্লিচিং হাতে মা দুর্গা মর্তে!কাউন্সিলরের অভিনব ভাবনা
অভিষেক আরও বলেন, “আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার কণ্ঠ স্বর দিল্লির বুকে পৌঁছাবেই। এটা মানুষের লড়াই। ভোটের লড়াই নয়।অধিকারের লড়াই। মানুষের জবাব আপনারা পাবেন ২৪ এ ভোটের ব্যবধান আরো বাড়বে। বাংলার মানুষের প্রতি এত রাগ কেন? গরীব মানুষের জন্য ট্রেন বন্ধ করে দিচ্ছেন। ১০০ দিনের জব কার্ড হোল্ডার দের স্যালুট জানাই। কালকে বিকল্প ব্যবস্থা করব। সাধারণ মানুষের গায়ে যদি বিজেপি শাসিত রাজ্যে হাত পরে আমরা ছেড়ে কথা বলব না। মানুষ গণতন্ত্রে জবাব দেবে, এই বাংলাকে ইউপি গুজরাটের সঙ্গে এক করবেন না।এত ভয় কীসের?”