TRENDING:

Abishek Banerjee: ‘বাংলা বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছে,’ বিজেপি-কে চূড়ান্ত কটাক্ষ, মানুষের গর্জনকে সম্মান জানালেন অভিষেক

Last Updated:

এরপরেই বিজেপি-কে কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ‘‘বাংলা বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছে। বলেছিল ৪০০ পার। মানুষ তাদের ২৪০ আটকে দিয়েছে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলায় এসে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দলীয় কর্মীদের ২৪টি আসন নেওয়ার টার্গেট দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ৷ এমনকি, বুথ ফেরত সমীক্ষাতেও দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে ২০টিরও বেশি আসন পেতে পারে বিজেপি৷ কিন্তু, সব দাবিদাওয়া উড়িয়ে দিয়ে বাংলায় লোকসভা নির্বাচনেও নিজের আধিপত্য বজায় রাখতে সফল হয়েছে তৃণমূল৷ ২১ জুলাইয়ের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার ছত্রে ছত্রে ঝরে পড়ল সেই সাফল্য অর্জিত আত্মবিশ্বাস৷
advertisement

এদিন মঞ্চের বক্তৃতায় বিজেপিকে কথায় কথায় টার্গেট করেন তৃণমূলের সেনাপতি৷ বলেন, ‘‘এই ধর্মতলায় বলেছিল অমিত শাহ, ভাগ মমতা ভাগ। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছে৷ বুক চিতিয়ে লড়তে বলেছিলাম। বাকিটা আমি বুঝে নেব বলেছিলাম৷ বিজেপি গরীব মানুষের টাকা বন্ধ করেছিল। আবাসের টাকা, রাস্তার টাকা, জলের টাকা বন্ধ করেছে। মানুষ তাদের উচিত শিক্ষা দিয়ে বন্ধ করেছে৷এরা বলেছিল ইডি, সিবিআই স্ক্রু ডাইভার দেবে। আর মানুষের হাতে স্কু-ডাইভার জবাব দিয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: ‘আমরা কারা? রাজাকার!,’ মুক্তিযুদ্ধের এই শব্দ কী ভাবে আগুন ছড়াল বাংলাদেশে? এর অর্থই বা কী?

এরপরেই বিজেপি-কে কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ‘‘বাংলা বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছে। বলেছিল ৪০০ পার। মানুষ তাদের ২৪০ আটকে দিয়েছে৷ বিজেপির কাছে সব আছে, ইডি সিবিআই আছে। টাকা আছে। পেশীশক্তি আছে। তৃণমূলের কাছে জনগণ আছে। জনগণের ময়দানে লড়াই হোক।’’

advertisement

তিনি বলেন, ‘‘আপনারা দলকে জয় এনে দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষকে বিজেপি কিনতে পারবে না। আপনারা বুথ সুনিশ্চিত করেছেন। ৩১ ডিসেম্বর মধ্যে আবাসের টাকা দেবে আমাদের সরকার।’’

আরও পড়ুন: বাংলাদেশে জারি ‘শ্যুট অ্যাট সাইট’ অর্ডার! দেশজুড়ে কারফিউ, কোটা নিয়ে আজই নিদান সুপ্রিম কোর্টের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অভিষেকের কথায়, যাঁরা তাঁদের ভোট দিয়েছেন কিংবা যাাঁরা বিরুদ্ধে দিয়েছেন তাঁদের সকলের জন্যেই তৃণমূল কাজ করতে বদ্ধপরিকর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abishek Banerjee: ‘বাংলা বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছে,’ বিজেপি-কে চূড়ান্ত কটাক্ষ, মানুষের গর্জনকে সম্মান জানালেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল