এ দিন সকাল থেকেই কলকাতা পুরসভা নির্বাচনে বিক্ষিপ্ত ভাবে কিছু অশান্তির অভিযোগ উঠেছে৷ তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি৷
আরও পড়ুন: ভোটের আগের রাতে কলকাতায় ঢুকল গাড়ি, ভিতরে দুই যুবক আর....তল্লাশি হতেই গ্রেফতার!
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'যদিও তৃণমূলের কেউ এই সমস্ত গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকেন, আপনাদের কাছে কোনও ফুটেজ থাকে যে তৃণমূলের কোনও নেতা, কর্মী, সদস্য গন্ডগোল করেছেন, তাহলে সেই ফুটেজ এই আনুন৷ দলীয় স্তরে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে৷'
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়া অবশ্য একই সঙ্গে বিরোধীদেরও তোপ দেগেছেন৷ তাঁর অভিযোগ, 'বিরোধীরা এজেন্ট দিতা না পারলে সেই দায়ও কি তৃণমূলের? মুখ বাঁচাতে এখন মিথ্যে কথা বলছে বিরোধীরা৷' অভিষেকের দাবি, আগরতলায় পুরভোটের নামে যা হয়েছে সেই তুলনায় কলকাতায় কিছুই ঘটেনি৷
আরও পড়ুন: মমতা-অভিষেকের বুথে চমকের নাম আশির বিজিত রায়চৌধুরী, ভোটের সকালে তিনিই 'প্রথম'
প্রসঙ্গত, পুরভোটের আগেই তৃণমূলের তরফে দলীয় নেতা, কর্মীদের কড়া বার্তা দেওয়া হয়েছিল৷ পুরভোটে যাতে দলের কোনও নেতা, কর্মীরা গায়ের জোর প্রয়োগ না করেন, সে বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই৷ তার পরেও এ দিন বেশ কয়েকটি ওয়ার্ডে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷
অভিষেকের অবশ্য দাবি, ভোট যথেষ্ট ভাল হয়েছে৷ যথেষ্ট বড় ব্যবধানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ভোট ভালো হচ্ছে। প্রায় ষাট শতাংশ ভোট পড়বে। নাচতে না জানলে উঠোন বাঁকা। তথ্য প্রমাণ থাকলে আদালত ও কমিশনে যাক। ত্রিপুরা নিয়ে আমরা পুর ভোটের তথ্য প্রমাণ আদালতে দিয়েছি। ওরাও দিক।'