TRENDING:

Abhishek Banerjee: 'তথ্য অসম্পূর্ণ', অভিষেকের মামলায় বড় নির্দেশ হাইকোর্টের! দুপুরেই শুনানি

Last Updated:

Abhishek Banerjee: আইনজীবী জানান, আবার ৯ তারিখ অভিষেককে তলব করা হয়েছে। বিচারপতি সেন জানান, তা হলে তো এই মামলায় শুনানির এখনই কিছু থাকে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা দায়েরের তথ্য অসম্পূর্ণ। মামলা দায়ের অসম্পূর্ণ থাকার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি এখনই হল না। Affirm প্রক্রিয়া সম্পূর্ণ করে দুপুর ২টোয় আসতে বলেছেন বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারে’র ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে আবেদন অভিষেকের
হাইকোর্টে আবেদন অভিষেকের
advertisement

অভিষেকের আইনজীবী কিশোর দত্ত জানান, আইনজীবী মারফত Affirm করা হয়েছে। বিচারপতি সৌমিত্র সেন বলেন, ওই অনুমতিতেও ত্রুটি রয়েছে। সময় দিচ্ছি, ঠিক করে আসুন। দুপুর ২টোয় শুনানি।

আরও পড়ুন: ‘মিশন দিল্লি’র পরই অভিষেককে ডাক ইডির, নোটিস গেল রুজিরার কাছেও! তুমুল শোরগোল

ইডির আইনজীবী জানান, আবার ৯ তারিখ অভিষেককে তলব করা হয়েছে। বিচারপতি সেন জানান, তা হলে তো এই মামলায় শুনানির এখনই কিছু থাকে না। অভিষেকের আইনজীবী পাল্টা বলেন, ”না, আমরা সিঙ্গল বেঞ্চের অনেক নির্দেশকেই চ্যালেঞ্জ করছি।”

advertisement

আরও পড়ুন: তিস্তায় ভেসে আসছে একের পর এক দেহ, গজলডোবায় ভয়াবহ দৃশ্য! মিলল মহিলার কাটা দেহও

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে বলেন, “৩ অক্টোবর ইডি তদন্ত যাতে কোনওভাবেই ব্যাহত না হয় তাই নিয়ে পদক্ষেপ করবেন ইডি অধিকর্তা।” প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তকারী আধিকারিক বদল হয়েছে বিচারপতির নির্দেশে। মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED অধিকর্তাকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তার জায়গায় অন্য আধিকারিক নিয়োগের নির্দেশ বিচারপতির। নির্দেশে বলা হয়েছে, মিথিলেশ কুমার মিশ্রকে পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দ্বায়িত্ব দেওয়া যাবে না। আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে। মন্তব্য বিচারপতির। তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখবেন ED অধিকর্তা, এমনই নির্দেশ বিচারপতির।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'তথ্য অসম্পূর্ণ', অভিষেকের মামলায় বড় নির্দেশ হাইকোর্টের! দুপুরেই শুনানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল