Abhishek Banerjee Rujira Banerjee: 'মিশন দিল্লি'র পরই অভিষেককে ডাক ইডির, নোটিস গেল রুজিরার কাছেও! তুমুল শোরগোল

Last Updated:

Abhishek Banerjee Rujira Banerjee: আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১১ অক্টোবর।

অভিষেক-রুজিরাকে তলব
অভিষেক-রুজিরাকে তলব
কলকাতা: মিশন দিল্লি শেষ হয়েছে। কিন্তু এখনও রাজধানী দিল্লি ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তাঁকে ও তৃণমূলের একঝাঁক নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ। এই অবস্থায় নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করল ইডি। শুধু তিনিই নন। এবার কেন্দ্রীয় এজেন্সির ডাক অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকেও নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আগামী ৯ অক্টোবর অভিষেককে তলব করেছে ইডি। এদিকে, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১১ অক্টোবর। প্রসঙ্গত, আগেই ৬ ও ৭ তারিখ ডাকা হয়েছিল অভিষেকের মা লতা ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি।
advertisement
advertisement
ইডি সূত্রে জানা গিয়েছে, রুজিরার বয়ান রেকর্ড করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তাঁরা এখনও কেউ তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি।
advertisement
প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করার কথা ইডির। সেই রিপোর্টে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যুক্তদের বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার উল্লেখ থাকবে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার শীর্ষকর্তাদের সম্পূর্ণ সম্পত্তির খতিয়ানও আগেও উল্লেখ করেছিল ইডি। কিন্তু সেই খতিয়ান দেখে অসন্তুষ্ট হয় আদালত।
advertisement
ইডির জমা করা তথ্য দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরে ওই তদন্তের দায়িত্বে থাকা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেন বিচারপতি সিনহা। ইডিকে বিচারপতির নির্দেশ ছিল, ৩ তারিখের তদন্তে যেন নড়চড় না হয়। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে দিল্লিতে কর্মসূচি থাকায় ইডির কাছে যাননি তৃণণূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরাকে ডেকে পাঠাল ইডি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Rujira Banerjee: 'মিশন দিল্লি'র পরই অভিষেককে ডাক ইডির, নোটিস গেল রুজিরার কাছেও! তুমুল শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement