দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ ভোরেই সঞ্জয় সিং-র দিল্লির বাসভবনে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, দীনেশ আরোরা নামের এক ব্যবসায়ীর সঙ্গে বর্তমানে জেলবন্দী আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন সঞ্জয়।
আরও পড়ুন: ‘তথ্য অসম্পূর্ণ’, অভিষেকের মামলায় বড় নির্দেশ হাইকোর্টের! দুপুরেই শুনানি
advertisement
কারণ দিল্লির তৎকালীন আবগারি মন্ত্রী ছিলেন সিসোদিয়া। তবে এর আগে চার্জশিটে সঞ্জয় সিং-র নাম ছিল না বা তদন্তে কোনো দিন নামও শোনা যায়নি। ফলে নতুন করে ইডির তদন্তে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ঘন ঘন মাথা ঘোরা? সাবধান করছেন চিকিৎসকরা, কেন জেনে রাখুন এখনই!
প্রসঙ্গত, গত বছর আবগারি দুর্নীতিতে সিবিআইএর হাতে গ্রেফতার হয়েছেন মণীশ সিসোদিয়া। গ্রেফতার হওয়ার সময় কেজরিওয়ালের মন্ত্রিসভায় ১৮টি মন্ত্রকের দায়িত্বে ছিলেন সিসোদিয়া। অভিযোগ ছিল, ক্ষমতায় এসেই দিল্লির আবগারি নীতিতে পরিবর্তন আনেন কেজরিওয়াল সরকার। যার মাধ্যমে বিশেষ কয়েকজন ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিয়েছিল আপ সরকার। বদলে বিশাল পরিমাণ আর্থিক লেনদেন হয়। যদিও পরে সেই নীতি বাতিল হয়ে যায়।
ইডির দাবি মণীশ সিসোদিয়া মামলায় দীনেশ অরোরা নামে এক রেস্তরাঁ মালিকের নাম ছিল। আর সেই ব্যক্তি সঞ্জয় সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাকে গত জুলাই মাসে সিবিআই গ্রেফতার করেছিল। ইডির জানিয়েছিল, অরোরা প্রথম দিকে সঞ্জয় সিংয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। পরে তার মাধ্য়মেই সিসোদিয়ার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তার নিজের রেস্তরাঁতে একটি অনুষ্ঠানে সিসোদিয়ার সঙ্গে তার আলাপ হয়েছিল। ইডির চার্জশিটে বলা হয়েছে, সঞ্জয় সিংয়ের অনুরোধে সে একাধিক রেস্তরাঁর সঙ্গে কথা বলে। শেষ পর্যন্ত ৮২ লাখ টাকা তারা পার্টি ফান্ডের নাম করে সিসোদিয়াকে দিয়েছিল।