রীতিমতো আশ্বাসের সুরে আমজনতার উদ্দেশ্যে তিনি বলেন, ”ভয় পাবেন না, আমি আছি। NRC করার চক্রান্ত হচ্ছে। ক্যা ক্যা করছে। CAA করার চক্রান্ত চলছে। এক মাসের মধ্যে ভোট ঘোষণা হবে। তার আগে নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে।”
advertisement
মমতা বন্দোপাধ্যায়ের নতুন স্লোগান, “NRC নয়, বাঁচতে চাই। আমরা ছিলাম, আছি, থাকব। যতদিন থাকব মানুষের গায়ে আঁচ লাগতে দেব না।” মমতা বন্দোপাধ্যায়ের সতর্কতা, “আগামিকাল থেকে সরকার অনলাইন পোর্টাল খুলবে। যার আধার বাতিল হবে সে অনলাইন পোর্টালে জানান। ব্লকে ব্লকে নজর রাখুন। ভোটের জন্য এরা ক্যা ক্যা করছে। ভোট শেষ হলেই ধিতাং ধিতাং হয়ে যাবে।”
আরও পড়ুন: ‘প্রথমে ইডি ঢুকেছে, তারপর বিজেপি…,’ সন্দেশখালি নিয়ে ফের বিস্ফোরক মমতা! বললেন, ‘আমি অফিসার পাঠাব’
এদিন সন্দেশখালি নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তুলেছেন বিস্ফোরক অভিযোগ। এদিন সিউড়ির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় জট পাকানোর চেষ্টা করছে। একটা ঘটনা ঘটানো হয়েছে। প্রথমে ইডি ঢুকেছে। তারপর বিজেপি ঢুকেছে। তারপর কিছু মিডিয়া ঢুকেছে। যার যা অভিযোগ আছে তার সব অভিযোগ নেওয়া হবে। আমি সুয়োমোটো কেস করতে বলেছি। কারও কিছু নেওয়া হয়ে থাকলে ফেরত দেওয়া হবে। আমি জেলা পরিষদ ও ব্লক সদস্যকে গ্রেফতার করেছি। আরাবুল আমাদের দলের ভাঙড়ে গ্রেফতার হয়েছে।’’
এরপরেই তিনি বলেন, ‘‘আমি অফিসার পাঠাব। যার যা অভিযোগ আছে সেটা শুনবে। যদি কারও জমি বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ সত্যি হয় তাহলে তাদের সবার সবকিছু ফিরিয়ে দেওয়া হবে। আমি আমার জেলা পরিষদের সদস্যকে গ্রেফতার করিয়েছি। আমি পুলিশকে বলেছি সব কিছু ভাল করে তদন্ত করে দেখতে।’’
