সূত্রের খবর, ঝাড়গ্রাম থেকে চৌরঙ্গী দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় ১৪ চাকার ট্রাকটি। জাতীয় সড়ক ৬ বোম্বে রোডের উপরে দাঁড়িয়ে থাকায় একটি মারভেল গাড়ির পিছনে ধাক্কা মারে। এর পরই অগ্নিকাণ্ড! লঙ্কা বোঝাই ট্রাক দাউ দাউ জ্বলতে শুরু করে। কেবিনে আগুন লেগে নিমেষে পুড়ে ছাই হয়ে যান ট্রাকচালক।
advertisement
খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত সাদাতপুর ফাঁড়ির পুলিশ এবং দমকলের একটি গাড়ি। আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মৃত চালকের পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত শাহাদাতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ট্রাক চালকদের মধ্যে।
advertisement
শঙ্কর রাই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 11:56 AM IST