RG Kar Doctor Case: সিবিআই দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টা পরও জট খুলল না! দাবি থেকে না সরার সিদ্ধান্ত আন্দোলনরত চিকিৎসকদের
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
RG Kar Doctor Case:সিবিআই-এর হাতে তদন্তের ভার স্থানান্তরিত হওয়ার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও ধোঁয়াশা কাটল না। আরজি কর কাণ্ড নিয়ে জমা হওয়া একের পর এক প্রশ্নের জট সেই তিমিরেই।
কলকাতা: সিবিআই-এর হাতে তদন্তের ভার স্থানান্তরিত হওয়ার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও ধোঁয়াশা কাটল না। আরজি কর কাণ্ড নিয়ে জমা হওয়া একের পর এক প্রশ্নের জট সেই তিমিরেই। এই পরিস্থিতিতে মুখ খুললেন এক জুনিয়র ডাক্তার। রুমালিকা কুমার নামের সেই তরুণী চিকিৎসক সংবাদমাধ্যমের সামনে এসে জানালেন, বিচারের দাবি থেকে এতটুকুও নড়বেন না নবীন চিকিৎসকরা।
রুমালিকার কথায়, “অস্বচ্ছতার কারণে তদন্ত প্রক্রিয়া কলকাতা পুলিশ থেকে সিবিআই-এ স্থানান্তরিত হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও আমাদের যে ন্যায়বিচারের দাবি ছিল তা আদৌ পূরণ হয়নি। স্বাধীনতার আগের দিনে যখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে নেমেছিলেন, ঠিক সেই রাতেই পরিকল্পিতভাবে আরজি কর-এ জঘন্য হামলা চালানো হয়।”
advertisement
advertisement
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder case | Junior doctor Rumalika Kumar says, “Due to non-transparency, the investigation process has been shifted from Kolkata police to the CBI. But even after 48 hours, the demands of justice that we had are not fulfilled at… pic.twitter.com/WtAWI2Mltv
— ANI (@ANI) August 16, 2024
advertisement
এই আচমকা আক্রমণ আসলে বিভ্রান্ত করার চেষ্টা, এমনই মনে করছেন চিকিৎসকরা। সেই সঙ্গে সে দিন আরজি করের নার্সদেরও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলে জানান রুমালিকা। তাঁর কথায়, “এমারজেন্সি রুমে ভাঙচুর চালানো হয়েছে। সামাজিক ন্যায়বিচারের আন্দোলন থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার একটি বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা ছিল আর কিছুই না।”
এর পরই জুনিয়র ডকটরস ফ্রন্টের পক্ষ থেকে রুমালিকা জানান, হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ বলে যে রব উঠেছে টা আদতেই সত্যি নয়।
advertisement
তাঁর কথায়, “আমরা স্পষ্ট করতে চাই যে, আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকরা দক্ষতার সঙ্গে আউটডোর এবং এমারজেন্সি সামলাচ্ছেন। এটা ভাবার কোনও কারণ নেই যে, চিকিৎসার ক্ষেত্রে আপোস করা হয়েছে।”
তিনি আরও বলেন, “কোনও ক্ষতিপূরণ কখনওই একটি হারানো জীবনকে প্রতিস্থাপন করতে পারে না এবং আমরা এ ব্যাপারে আমরা নিহতের পিতামাতার সিদ্ধান্তের পাশে আছি। পরিশেষে, আমরা ভারতের নাগরিকদের অনুরোধ করছি চলমান ঘটনা সম্পর্কে কোনো মিথ্যা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। ন্যায়বিচারের জন্য লড়াইয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন করুন। আমরা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট গঠন করতে একত্রিত হয়েছি যারা ন্যায়বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 8:35 AM IST