পুজো কমিটির কর্তা সোনাই সরকার বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয় মতন একটি বিশ্ববিদ্যালয় এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। তখন আমাদের মনে হল যে, শুধু সরকার বা প্রশাসন নয় আমাদের প্রত্যেকেরই একটা সামাজিক দায়িত্ব আছে মানুষের কাছে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার। এই জিনিসটা বন্ধ করার উদ্যোগ নেওয়া দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে রেলপুকুর ইউনাইটেড ক্লাব এ বছর এই রাখি বন্ধনের প্রস্তুতি নিয়েছিল। যে আমরা ‘অ্যান্টি র্যাগিং’ এই রাখি বন্ধনটা এবছর করব। এই রাখিটা সবার হাতে পরিয়ে দেব। এবং তাতে আমাদের এই ক্যাপশনটা থাকবে। যাতে মানুষকে যে সচেতনতার বার্তাটা আমরা এখান থেকেই দেওয়াটা শুরু করতে পারি।”
advertisement
আরও পড়ুন: রাহুল গান্ধির জায়গা নিল কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক
এই পুজো সংগঠনের এবার পুজোর থিম পরিবেশবান্ধব পাট। একই সঙ্গে প্লাস্টিকের সমস্যা তুলেও ধরতে চলেছে এই সংগঠন। সেই কারণে পুজোর সাজসজ্জায় পাটের ব্যাবহারই করা হচ্ছে। রাখিতেও তাই পাটের ব্যবহার করা হয়েছে।
কমিটির সহ সভাপতি রতন চক্রবর্তী বলেন, “অ্যান্টি র্যাগিং প্রচারের সাথে সাথে আমাদের রেলপুকুর ইউনাইটেড ক্লাবের যে পুজোটা তাতে আমরা পরিবেশ নিয়েও মানুষকে সচেতন করছি। তাই পাটের ব্যবহারের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহারে পরিবেশের যে ক্ষতিটা হয় সেটাও তুলে ধরা হবে। এখানে আমরা যে রাখিটা পরাচ্ছি সেটা পুরোটাই পার্টের তৈরি। আমরা যে পূজোটা করছি তাতেও পুরোটা পাটেরই কাজ থাকবে।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কাণ্ডের পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। র্যাগিং বন্ধের দাবিতে বিভিন্ন সংগঠন সভা, সমিতি, মিছিল করেছে। সিসিটিভি লাগানোর উপরেও জোর দেওয়া হয়েছে। সেই জায়গায় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার একেবারেই অভিনব বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই ভাতৃত্বের বার্তায় র্যাগিংয়ের মতো ঘৃণ্য রোগ সারানো সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা৷