INDIA: রাহুল গান্ধির জায়গা নিল কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক

Last Updated:

নতুন পোস্টারে শুরুতেই রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া, এম কে স্টালিন, সিদ্দারামাইয়া, পিনারাই বিজয়ন, ভূপেশ বাঘেল, অরবিন্দ কেজরিওয়াল, সুখবিন্দর সিং সুখু, হেমান্ত সোরেন, ভগবন্ত মান৷

রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল
রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল
মুম্বই: বৃহস্পতিবার মুম্বইয়ে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক৷ তার আগে পোস্টার নিয়ে নতুন করে বিতর্ক বাঁধল বিরোধী শিবিরে৷ আর সেখানেও সেই আপ এবং কংগ্রেসের ঠান্ডা লড়াই৷ মুম্বইয়ের বৈঠকের আগে ইন্ডিয়া জোটের প্রধান মুখগুলো নিয়ে একটি পোস্টার নিজেদের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে পোস্ট করেছিল কংগ্রেস৷ কিন্তু, সেই পোস্টারে রাহুল গান্ধির মুখ থাকলেও ছিল না আম আদমি পার্টির মুখ্য আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের মুখ৷ যা নিয়ে ফের জোটের অন্দরেই শুরু হয় তুমুল বিতর্ক৷ পরে অবশ্য সেই পোস্টার বদলাতে ‘বাধ্য’ হয় কংগ্রেস৷
কংগ্রেসের তরফে ট্যুইটারে প্রথমে যে পোস্টার পোস্ট করা হয়েছিল, তাতে অনেকেরই মনে হয়েছিল, রাহুল গান্ধিকেই ‘ইন্ডিয়া’ জোটের মুখ্য পরিচালক হিসাবে দেখানো হয়েছে। যা নিয়ে ‘আপত্তি’ উঠেছিল জোটেরই অন্দরে৷ এছাড়াও, ওই পোস্টারে রাহুল ছাড়াও ছিল সনিয়া গান্ধি,  মল্লিকার্জুন খাড়্গের ছবি৷ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, মল্লিকার্জুন খাড়্গে, হেমান্ত সোরেনও।
আরও পড়ুন: মুম্বইতে আজ INDIA জোটের বৈঠক! প্রকাশ হতে পারে লোগো, পতাকা
কিন্তু, কিছুক্ষণ পরেই সেই ‘বিতর্কিত’ পোস্টার তুলে নেওয়া হয় কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে। পরিবর্তে পোস্ট করা হয় নতুন আরেকটি পোস্টার। যেখানে বাদ পড়েন রাহুল গান্ধি। শুধু তাই নয়, বাদ পড়েছেন সনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়্গেও। পরিবর্তে এসেছেন আম আদমি পার্টির মুখ্য আহ্বায়কের মুখ।
advertisement
advertisement
নতুন পোস্টারে শুরুতেই রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া, এম কে স্টালিন, সিদ্দারামাইয়া, পিনারাই বিজয়ন, ভূপেশ বাঘেল, অরবিন্দ কেজরিওয়াল, সুখবিন্দর সিং সুখু, হেমান্ত সোরেন, ভগবন্ত মান৷
advertisement
পোস্টারের ঘটনা ঘিরে কটাক্ষের সুযোগ ছাড়েনি বিজেপি-ও৷ বিজেপি মুখপাত্র শেহজাদ পুণেওয়ালাকে বলতে শোনা যায়, এই জোটের কোনও ‘মিশন’ নেই৷ এটা শুধু রাহুল গান্ধিকে ‘লঞ্চ ভেহিকল’৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
INDIA: রাহুল গান্ধির জায়গা নিল কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement