TRENDING:

Old House Effected for Metro Work: অভিশপ্ত এলাকা! কলকাতার এই রাস্তায় পথচারীদেরও হেলমেট পরার নির্দেশ

Last Updated:

Old House Effected for Metro Work: সেই নিয়ে একটি সতর্কতাও জারি করা হয়েছে। দেওয়ালে লেখাও হয়েছে সতর্কতার কথা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গাপিটুরি লেনের প্রাচীন বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়ায় অতিসতর্ক প্রশাসন। তাই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপিটুরি লেনের রাস্তায় যেতে হলে পথচারীদেরও পরতে হবে হেলমেট, যাতে বাড়ির কোনও অংশ ভেঙে পড়লে কেউ ক্ষতিগ্রস্থ না হয়। সেই কারণে পথচারীদেরও রক্ষাকবচ নিয়ে চলার প্রস্তাব প্রশাসনের। সেই নিয়ে একটি সতর্কতাও জারি করা হয়েছে। দেওয়ালে লেখাও হয়েছে সতর্কতার কথা।
সেই নির্দেশ লেখা দেওয়ালে।
সেই নির্দেশ লেখা দেওয়ালে।
advertisement

গত সপ্তাহেই হঠাৎ বিকেল থেকে সমস্যা শুরু হয়। বাড়ি কেঁপে ওঠে বলে দাবি করেন এলাকার বাসিন্দারা। তার পর রাতে ক্রমে একাধিক বাড়িতে ফাটল শুরু হয়। সেই নিয়ে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে এলাকায় হাজির হন স্থানীয় কাউন্সিলর, বিধায়ক। রাতে দীর্ঘক্ষণ ধরে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।

আরও পড়ুন: বিকেল-সন্ধ্যায় দুম করে ভোলবদল হবে আবহাওয়া, হু হু করে হাওয়া বইবে, সঙ্গী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি

advertisement

এর পর রাতেই মেট্রো রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের নিয়ে যাওয়া হয় নিরাপদ হোটেলে। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তোলেন কেউ কেউ। অনেকেই বলেন, দীর্ঘ দিন ধরে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেও মেট্রোরেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তার পরে ক্রমে ফাটলও বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই আজ চরম বিপদের মুখে পড়েছেন সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুন: মুর্শিদাবাদে মারাত্মক ঘটনা, হঠাৎ গ্যাস লিক, গুরুতর অসুস্থ ১১! যা ঘটল...

সেই দিনের পর থেখে এমনিতেই যানবাহন নিয়ে ওই গলির ভেতরে ঢোকার অনুমতি নেই। অনুমতি সাপেক্ষে পথচলতি যে সমস্ত স্থানীয় মানুষজন এই লেনে প্রবেশ করছেন তারাও যেন হেলমেট পরে এই লেন দিয়ে যাতায়াত করেন, সেই নির্দেশই দিয়েছে প্রশাসন। শুধু দু-চাকাই নয়, হেঁটে চলাচল করলেও হেলমেট পরার বার্তা দেওয়া হয়েছে। যাতে বাড়ির কোন অংশে পড়ে কেউ আহত না হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Old House Effected for Metro Work: অভিশপ্ত এলাকা! কলকাতার এই রাস্তায় পথচারীদেরও হেলমেট পরার নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল