বিয়েতে আপত্তি জানিয়েছিলেন মেয়ের বাবা। সেই থেকেই ক্ষোভ। এর পর বাড়িতে ঢুকে বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিক গুলি চালায়। জানা গিয়েছে, গ্রিলের দরজার বাইরে থেকেই গুলি চলেছে। কলিং বেল দেওয়ায় ভেতরের দরজা খুলতেই আচমকা গুলি চালিয়ে দেয় যুবক। দেওয়ালে গুলির চিহ্ন স্পষ্ট। যুবতীর বাবা দরজা খুলেছিল। বাবা সরে যেতেই দেওয়ালে লাগে গুলি।
advertisement
জানা যায়, নিচ তলার ঘরে ঘটে ঘটনা। রাস্তা থেকে প্রথম একটি গেট, তার পর সেই ঘরে ঢোকার আগেও বারান্দায় আরও একটি গেট রয়েছে। দুটো গেট টপকে ঘরে ঢুকে ছিল যুবত। তার মানে সম্মতিতেই ঘরে ঢুকেছে বলে মনে করা হচ্ছে। গুলি চালিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে চলে যায় যুবক।
আরও পড়ুন- রাত ১২টা থেকেই ভোটার তালিকা ফ্রিজ, নাম দেখতে কী করবেন?
হাসপাতালে চিকিৎসারত ওই ব্যক্তির মেয়ে। জানা গিয়েছে, এর আগেও বেঙ্গালুরুতে খুনের চেষ্টা হয়েছে ওই মেয়েকে। বেঙ্গালুরুতে ওই তরুণী পড়াশোনা করতে যান। সেই সময়েও তাঁর উপরে হামলা হয়। তরুণীর শরীরে সেলাই হয়েছিল। ওই যুবক অনেকদিন ধরেই যুবতীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এদিন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে বাঘাযতনীদের দিকে যাওয়ার রাস্তায় চলে যান অভিযুক্ত যুবক। গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ। পুলিশ তদন্তে নেমেছে। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
